Saturday, August 09, 2008

ওয়াশিংটন ডিসি ভ্রমণ

অন্যান্য ভ্রমণগুলোর মতো এটির জন্যও সেই একই দলের (একটি হিন্দু সংগঠন) মাধ্যমে যাই ওয়াশিংটন ডিসিতে। নিউ ইয়র্ক থেকে প্রায় ৪-৫ ঘন্টার ড্রাইভ হাইওয়েতে। অন্যবারের মত ২ দিনের ভিজিটে না গিয়ে এবারেরটা ছিল ১ দিনের ভ্রমণ। দিনটা শনিবার।
সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে বাস ছাড়ে নিউ ইয়র্ক সিটি থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে। অন্যান্যবারের মতো বাসেই সকালের নাস্তা সারি। এরপর বাসে আড্ডা, হাসি-ঠাট্টায় সময় কেটে যায়। দুপুর ১টার দিকে ম্যারিল্যান্ড গিয়ে পৌঁছাই। উল্লেখ্য, ওয়াশিংটন ডিসি কিন্তু একটা রাজ্য না নিউ ইয়র্কের মত। আমেরিকার এই রাজধানীটির অবস্থাণ দুটি রাজ্যের মাঝামাঝি, ম্যারিল্যান্ড এবং ভার্জিনিয়া। আমরা ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে গিয়ে উঠি মধ্যাহ্নভোজন একটি মন্দিরে সেরে ফেলব বলে আর মন্দির দর্শনও সেই সাথে।
সেখান থেকে প্রায় ৩টা নাগাদ রওয়ানা করি মূল ওয়াশিংটন ডিসির রাষ্ট্রীয় ভবনগুলো দেখার উদ্দেশ্যে। যেহেতু আমরা একদিন এখানে থাকার উদ্দেশ্যে এসেছিলাম, তাই আমাদের টার্গেট ছিল সন্ধ্যার মধ্যে যাতে বাড়ি ফিরতে পারি নিউ ইয়র্কে। তাড়াহুড়ো করে শুধুমাত্র US Capitol বিল্ডিং আর White House এই দুটোর সামনেই শুধু নামি। অন্যগুলোতে নামলে আরো সময় নষ্ট। পথে যদিও দেখেছি Library of Congress, বা Washington Monument কিন্তু সেগুলোর কাছে যেতে পারিনি। কিংবা Jefferson Memorial কিংবা Lincoln Memorialও ঠিকমত দেখা হয়ে উঠে নাই।
যা হোক, যাই দেখেছি তাই কম কিসে! তবে এ জায়গায় আবার গিয়ে ভালোভাবে দেখার ইচ্ছা আছে। আমার এক দাদার কাছে শুনেছি সেখানকার Smithsonian Museumটা নাকি ভীষণ সুন্দর, ওটাও দেখার ইচ্ছা আছে পরবর্তীতে।
পরে রাত সাড়ে দশটার মধ্যে আমরা নিউ ইয়র্ক ফিরি ৭টার দিকে ডিসি থেকে রওয়ানা দিয়ে।

No comments:

Post a Comment