Sunday, November 30, 2008

প্রকৃত শিল্পীকে জয়ী করুন

দীর্ঘ সাত মাস ধরে ক্লোজআপ ওয়ান চলছে। খোঁজা হচ্ছে একজন প্রকৃত শিল্পীকে যে দেশে-বিদেশে বাংলাদেশের সংগীত ভুবনকে সুন্দরকরে প্রসারিত করবে তার বহুমুখী গানের মূর্ছনায়। আজ প্রায় দ্বারপ্রান্তে এসে গেছে সেই খোঁজা। চুরাশি হাজার প্রতিযোগীর মধ্যে চার জন আজ সর্বশেষ প্রান্তে: অপু, লিজা, আতিকসাজু। প্রত্যেকেই তাদের সুরের মূর্ছনায় ভোলাতে চেয়েছে বাংলাদেশের মানুষদের দেশে ও প্রবাসে। সাথে বিচারকগণ তো তাদের উৎসাহ দিয়েই গেছে।
২০০৫ ও ২০০৬ সালে যেই ভুল করেছিল বলে অনেকে মনে করেন, সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেজন্যই আমার এই লেখা। ১০ লক্ষ টাকা আর একটা গাড়ি পেয়ে গতবারগুলোর বিজয়ীরা ভুলে গেছে বিনম্রতা। অনেকে প্রবাসে এসে অশোভন আচরণও করেছে। শিল্পী তো তখনই শিল্পী থাকে যখন সে মানুষের হৃদয়ে অবস্থাণ করে। অহংকার আর গর্বের তোপে এরা ভুলেই যায় এদের অতীত। আর তাছাড়াও গানের দিক থেকে বিচার করলেও অনেক সংগীত বোদ্ধারা মানবেন এদের অক্ষমতার কথা। অথচ গত দু'বারই দ্বিতীয় বিজয়ী (রানার-আপ) অনেক ভালো গান করেও ভোট (এসএমএস বা অনলাইন ভোট) পায় না। কিন্তু পরে দেখা যায় এদের গানই বেশী বাজারে চলে। মানুষের মুখে মুখে শোনা যায়।
তাই, আসুন বাংলাদেশী ভাই ও বোনেরা, আর ভুল নয়। প্রকৃত একজন শিল্পী "অপু"কে এবারের ২০০৮ এর ক্লোজআপ ওয়ান করুন। ওর গলায় শুধু বহুমুখীতাই নয়, উচ্চারণ, এক্সপ্রেশন, গানের ডেলিভারী সব মিলিয়ে এক অনবদ্য যোগসূত্রের অধিকারী। কিছু পর্ব আগে জন্ডিস নিয়েও সে স্টেজে গানের প্রতিযোগিতা চালিয়ে গিয়েছে এবং অনেকের মতে (সংগীত বোদ্ধা) অনেকে ভালোই করেছে অন্যদের তুলনায়। আর সবচেয়ে দেখার বিষয় অন্যরা যখন নিজেদের ভোটের জন্য নিজ নিজ এলাকায় গিয়ে সভা-সমাবেশ করছে, অপু তখন হাসপাতালে শয্যাশায়ী। যার বাবা গানের শিক্ষক, যার ভিত্তি উচ্চাংগ সঙ্গীতে পাকা, সেই তো সেরা হবার যোগ্য। ওর কিছু গান আমিই নিচে দিলাম, এরপর আপনারাই বিচার করুন:

"এক পায়ে নুপূর"


"বৃষ্টির দিনে"


"তুমি এমনই জাল পেতেছো"


"দিন যায়, কথা থাকে"


"জীবনানন্দ হয়ে সংসারে"


"ওই দূর দূর দূরান্তে"


"তুমি কত লিটার দুধ করেছ পান"


আর অপুকে ভোট দেবার জন্য বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীরা "APU" লিখে 1234 নম্বরে পাঠিয়ে দিতে পারেন এবং 123401 নম্বরে টেলি-ভোট করতে পারবেন। আর প্রবাসী দর্শকেরা ক্লোজআপ ওয়ানের ভোটিং সেকশন থেকেও ভোট করতে পারবেন।

No comments:

Post a Comment