Saturday, October 09, 2010

ওহে বাঙালী...স্বভাব কি তোর আদৌ বদলাবে না?

সাম্প্রতিককালে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের মহাসম্মেলনে নানা দেশের রাষ্ট্রনায়কেরা অংশ নেন। তাদের মধ্যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসেন। উনার সাথে সফরে আরো অনেকে আসেন বাংলাদেশ থেকে সফরসঙ্গী হিসেবে।

কিন্তু যেখানে সকল দেশের (উন্নয়নশীল কিংবা উন্নত) রাষ্ট্রপ্রধানেরা অল্প কিছু সংখ্যক সফরসঙ্গী নিয়ে এই মহাসম্মেলনে অংশ নিতে আসেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আনেন প্রায় ২৫০ জনের মত সফরসঙ্গী। শুনেছি সর্বোচ্চ ১০০ থেকে ১৫০ জনের মত সফরসঙ্গী আনা যায়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এত সংখ্যক বেশী সঙ্গী নিয়ে আসাটা কি আমাদের প্রবাসী বাংলাদেশীদের মুখ বেশী উজ্জ্বল করে বিদেশীদের কাছে?

এরপরে স্থাণীয় পত্রিকা মারফত আরো জানতে পারলাম, যেই গ্র্যান্ড হোটেলে এই সফরবাহিনী অবস্থাণ করেন এই মহাসম্মেলনের সময়কালে, সেখান থেকে কিছু তোয়ালে, কফি মগসহ আরো বিদেশী দ্রব্যাদি এরা নিয়ে গেছেন বাংলাদেশে ফেরত যাবার সময়। ফলে সেই হোটেলে কর্মরত বাংলাদেশীদের মাথা তো হেঁট হয়েছেই, উপরন্তু বাংলাদেশীদের ইমেজ বিদেশীদের কাছে আরো হীন হয়েছে।

শুনতে পেরেছি যেখানে অন্যান্য দেশের এই সফরবাহিনী চেষ্টা করে যতটা সম্ভব অল্প সংখ্যক লোকজন নিয়ে আসতে যাতে করে রাষ্ট্রের করভান্ডার থেকে বেশী খরচ করতে না হয় এই সফর নিয়ে, সেখানে বাংলাদেশের মতো গরীব দেশের এহেন সফরে এমনতর খরচ কতটা যুক্তিযুক্ত? তার উপরে আবার এমন ৫-স্টার হোটেল থেকে বিদায়কালে দামী পণ্যাদি চুরির মত কর্ম প্রবাসীদের মুখ কতখানি নিচু করে বিদেশীদের কাছে তা কি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানেরা একটিবারের জন্যও চিন্তা করে দেখেন?

No comments:

Post a Comment