Sunday, January 06, 2013

হিন্দু মেয়েদের মুসলিম আসক্তি: কারণ ও পরিণাম



উপমহাদেশে ইসলাম ধর্ম বিস্তারের প্রধান হাতিয়ার হিন্দু মেয়ে বিবাহছলে-বলে-কৌশলে মুসলমানের সংখ্যা বৃদ্ধি করা তাদের সকল উদ্দেশ্য সাধনের অন্যতম প্রধান হাতিয়ারঅতীতে রাজ্যহারা পরাধীন হিন্দুগণ জান-মালের ভয়ে, অস্ত্বিত্ব ও জীবন রক্ষার্থে ইসলাম গ্রহণ করতে বাধ্য হত অথবা নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন বা মৃত্যুকে স্বীকার করে নিতবর্তমানে দ্বিতীয় ঘটনাটার পুনরাবৃত্তি মাঝে মাঝেই ঘটেকিন্তু অবাক হতে হয়, হিন্দু ছেলে-মেয়েরা তাদের নিজেদের ধর্ম বা ইসলাম ধর্ম কোনটা সম্পর্কেই সুস্পষ্ট ধারণা না রেখেই স্বেচ্ছায় ধর্মান্তরিত হচ্ছেকি সেই আকর্ষণ আর কেনই বা হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের প্রতি এত আকৃষ্ট হচ্ছে?



কারণ: কেন আসক্ত হচ্ছে?

১. সনাতন ধর্মীয় মূল্যবোধ ও জ্ঞান শূন্যতা
নিজের ধর্ম সম্পর্কে হিন্দু যুবক-যুবতীগণ একেবারেই অজ্ঞতাদের পরিবার থেকে যথাযথ ধর্মীয় জ্ঞান তাদের দেওয়া হয় নাসনাতন ধর্মীয় শুদ্ধ জ্ঞান লাভের উৎসেরও অভাব রয়েছেনিজের ধর্ম সম্পর্কে অজ্ঞতার কারণে বিধর্মীদের সমালোচনার কোন সদুত্তর তারা দিতে পারে নাএকসময় সত্যিই নিজের ধর্মকে ভ্রান্ত বা অর্থহীন মনে করতে দ্বিধা করে না

২. মানসিক ধর্ষণের স্বীকার
একটি হিন্দু ছেলে কিংবা মেয়ে নিজ পরিবারের মা-বাবা সহ পরিবারের সকল বয়োঃজ্যেষ্ঠদের কাছ থেকে শিখে ভাল আর মন্দের পার্থক্য গুলি, যেমন ভাল মানুষ ও মন্দ মানুষশিখে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাইকিন্তু শিখে না যেটা বেশী দরকার তা হলো এরা প্রথমে হিন্দু ও তারপর মানুষশিখে না এদের সংখ্যালঘু সম্প্রদায়ে জন্ম এবং বড় হয়ে প্রতিটি পদে পদে বঞ্চনা ও বিড়ম্বনার শিকার হতে হবেঅপর দিকে একটি মুসলিম সম্প্রদায়ের শিশু শিখে সে প্রথমে মুসলমান পরে মানুষসে আরো শিখে সে নিজে মুসলমান আর অন্যেরা বিধর্মী এ ধরনের পার্থক্যগুলিফলে যে কোন হিন্দু শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পর থেকে সহসাথীদের নিকট শুনতে হয় ঐ হিন্দু, এবং হিন্দুদের কোন ধর্ম নাই ইত্যাদি ইত্যাদিএভাবে হিন্দু শিশুরা মানসিক ধর্ষণের শিকার হতে থাকে এবং ধর্ষণের এ ধারা কোন হিন্দু শিশুর বয়স বৃদ্ধির সাথে ক্রমান্বয়ে বাড়তে থাকেপাশাপাশি পাঠ্য বইয়ে হিন্দু রাজা মহারাজা ও বীরদের কর্তৃত্ব খর্ব করে প্রকারান্তরে মুসলিম রাজা বাদশাহ ও লুটেরাদেরকে বীর হিসাবে উল্লেখ করায় এগুলো পড়ে হীনমন্যতায় ভোগেএকই সাথে তাবলীগ জামাত ও ইসলাম ধর্মের দাওয়াতকারীদের গুণকীর্তন হিন্দু শিক্ষার্থীদের মানসিক ধর্ষণের মাত্রা বাড়িয়ে দেয়একসময় হিন্দু ছেলে মেয়েরা ভুলে যায়, তাদের মা-বাবার স্নেহ, তাদের প্রতি ও পবিরাররের প্রতি দায় দায়িত্বপ্রকারান্তরে ধর্মান্তরনে সাহায্য করে


৩. মিডিয়ার প্রভাব
হিন্দুদের কাছে মুসলিম সংস্কৃতি একেবারেই ভিন্নতর ও অজানাঅজানার বাহ্যিক চাকচিক্যের আকর্ষণ রয়েছেসাংস্কৃতিক আগ্রাসনের কারণে পাশাপাশি বাস করা হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের একটা প্রভাব তৈরি হয়পাশাপাশি বিভিন্ন সেক্যুলারবাদী খুল্লাম খুল্লা টিভি চ্যানেল ও ইসলামপন্থী টিভি চ্যানেল, সংবাদপত্র ও চলচ্চিত্রের কাহিনীতে মুসলমান চরিত্রগুলোকে বীর ও মহৎ গুণের অধিকারী রূপে দেখানো হয়সাধারণ হিন্দুদের সাধারণ হিসেবেই দেখানো হয়এই মিডিয়াগুলো উঠতি বয়সী যুবক-যুবতীদের মনে দারুণ প্রভাব ফেলেমুসলিমদের মানবাধিকারের কথা যতটা ফলাও করে প্রচার করা হয় হিন্দুদের সেই সাপেক্ষে উল্লেখ নেই বললেই চলে


৪. যৌন চাহিদা
হিন্দু মেয়েরা বিশেষত: টিনেজারদের কাছে সাধারণত সেক্স একটা অজানা জগতআমাদের দেশে কিশোর-কিশোরীদের যৌন শিক্ষা প্রচলিত না থাকায় তারা এই অজানা বিষয়ে খুবই আকর্ষণ বোধ করেমুসলমান পরিবারে একটি মেয়ে অল্প বয়স থেকেই খুব ভালভাবে বুঝতে শেখে যে- সে একটা মেয়েতার কাছের ও দূরের আত্মীয় সম্পর্কের পুরুষদের কাছ থেকে পুরুষ মানুষ কি জিনিস তার খুব ভাল পরিচয় পেয়ে যায়অনেক ক্ষেত্রেই দেখা যায় চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো ভাই অথবা কাছের বা দূরের সম্পর্কের আত্মীয়ের সাথে সেক্স করার সুযোগ তাদের ঘটেতাদের রাজসিক খাদ্যাভ্যাস ও জীবন প্রণালী এই কর্মে উৎসাহী করেঅন্যদিকে সাধারণত হিন্দু সমাজে দূর সম্পর্কের ভাই হলেও সে একটা মেয়েকে আপন বোনের মতই দেখে ও শ্রদ্ধা করেহিন্দু ছেলে ও মেয়ে উভয়ের মধ্যেই তুলনামূলক বেশি নৈতিক মূল্যবোধ কাজ করেফলে হিন্দু পরিবারের মেয়েগুলো সেক্স বিষয়ে মুসলিমদের তুলনায় অজ্ঞ থাকেআর কোন মেয়ে যদি তার উঠতি বয়সে বা যৌবনে বিবাহের পূর্বে সেক্স বিষয়ে আগ্রহী হয়, তবে তার চাহিদা পূরণের জন্য সাধারণত কোন সুযোগ থাকে নাএই সুযোগটা অনেকেত্রেই গ্রহণ করে মুসলিম যুবকগণআর যেখানে মুসলিমদের সংখ্যাই অধিক সেখানে এই ঘটনা আরও বেশি ঘটে


৫. প্রেম: মরণ ফাঁদ
হিন্দুদের ধর্মান্তরের প্রধান মাধ্যম হলো প্রেমমুসলিম যুবকগণ হিন্দু মেয়েদের প্রতি যেন একটু বেশিই আকর্ষণ বোধ করেআর অজ্ঞান মেয়েগুলোও খুব সহজেই এই মোহে আক্রান্ত হয়তাছাড়া মুসলিম বন্ধুর সাথে মিশতে মিশতে ভাল সম্পর্ক তৈরী হয়ে গেলে বা কারও প্রতি মুগ্ধ হয়ে গেলে মেয়েরা ফাঁদে পড়ে যায়এই সুযোগের অপোয় থাকা যুবকের অনুরোধ উপেক্ষা করা অনেক ক্ষেত্রেই আর সম্ভব হয়ে ওঠে না


৬. খৎনাকরণ
লেজকাটা শিয়ালের দর্শন অনেকের ধারণা খৎনা করলে পুরুষাঙ্গের যৌন ক্ষমতা বৃদ্ধি পায় ও অনেক মরণঘাতী রোগ হতে সুরক্ষা হয়এ বিষয়ে হিন্দু মেয়েরা অনেকেই আকর্ষণ বোধ করেমুসলিম পরিবারের এত বেশি ভাঙন কেন? খৎনা করা পুরুষের যদি এতই ক্ষমতা থাকে তবে মুসলিম স্ত্রীদের অভিসার ও ব্যভিচারের কেন এই আধিক্য? পরপুরুষের হাত ধরে স্বামীসন্তানের মায়া ফেলে পালায় কেন? এ সংক্রান্ত প্রশ্ন গুলি উত্তর খোঁজার চেষ্টা করে না

৭. পবিত্রতা
হিন্দু মেয়েরা নিজেদের দেহকে পবিত্র মনে করেএকবার মোহবশতঃ কোন মুসলিম ছেলের সাথে শারীরিক মিলন হলে তারা আর ফিরে আসতে চায় নাতারা নিজেদের তখন অপবিত্র মনে করে

৮. প্রলোভন
পুণ্য ও বেহেস্ত প্রাপ্তির আশায় মুসলিম নারী ও পুরুষ উভয়েই উদগ্রীব থাকেযে কোন মুসলিম ছেলে অন্যধর্মের মেয়েকে বিয়ে করে ধর্মান্তরিত করলে পরিবারের সবাই তাকে এ কাজে সহায়তা করে এজন্যে যে এর সওয়াব পরিবারের সকলে ভোগ করবেফলে মুসলিম ছেলেটি উৎসাহ পায়একই ভাবে মুসলিম মেয়ে হিন্দু ছেলে শিকার করতে উৎসাহী ও উদ্ধগ্রীব হয় ফলে মুসলিম ছেলে ও মেয়েদের কুমন্ত্রণা ও প্রলোভনে হিন্দু মেয়ে ছেলেদের ধর্মান্তরের জন্য যথেষ্ট ভূমিকা রাখে


৯. পারিবারিক হুমকি ও নীরব অত্যাচার 
বিশেষত মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুদের জমি, সম্পত্তি ও নারীদের ওপর দুর্বৃত্তদের নজর পড়ে বেশিহিন্দুদের ওপরে নীরব অত্যাচার একটি সাধারণ ঘটনাজীবন, সম্পত্তি, সুখ-শান্তি ও সম্মান রক্ষার্থে অনেক সময়ই হিন্দু মেয়েদের উৎসর্গ করতে হয় মুসলিমের হাতে


১০. সেক্যুলারইজম
হিন্দুদের জন্য অভিশাপ এই শব্দটা যেন ব্যবহারিকভাবে হিন্দুদের জন্যই একমাত্র প্রযোজ্যসবাই এর কথা বলে কিন্তু এর বলি হয় শুধুমাত্র হিন্দু সম্প্রদায়হিন্দু রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া ও বুদ্ধিজীবীগণ নিজেদের সেক্যুলার, উদার ও ধর্মনিরপেক্ষ হিসেবে প্রমাণ করতে মুসলিম তোষণ ও বিবাহকে উৎসাহিত করেনযদিও তাতে ইসলামেরই জয় হয়কারণ হিন্দুকেই তার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে হয়বিপরীতটা ঘটতে দেখা যায় নাএরই নাম তথাকথিত সেক্যুলারইজম

১১. শিক্ষিত মেয়েদের অবস্থা বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষালয়ের হিন্দু ছাত্রীগণ প্রথমত ক্লাশমেট হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব করতে বিব্রত বোধ করেমনে করে, যদি প্রেম হয়ে যায়? হয়ত বর্ণবৈষম্যের কারণে মা-বাবা মেনে নেবেন না - এই ভয় কাজ করেফলে অন্যান্য ছেলেদের সাথে ভাল বন্ধুত্ব গড়ে তোলেএকসময় নিজের অজ্ঞাতেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে; মনে করে, এই সম্পর্ক হতে সে বেরিয়ে আসতে পারবে এবং বিয়ে পর্যন্ত গড়াবে নাকিন্তু যখন মতলব বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, ফেরার উপায় থাকে নাআর মুসলিম বন্ধুর উদার বাণীগুলোও তাকে মুগ্ধ করে রাখেতাদের অভিসন্ধি বোঝার মতো থাকে নাতখন মা-বাবা, আত্মীয়-স্বজন কারোর বন্ধনই আর আটকে রাখতে পারে না

১২. তথাকথিত স্মার্টনেস
স্মার্ট ও সুন্দরী হিন্দু মেয়েগুলো তাদের যোগ্য হিন্দু বন্ধু অনেক ক্ষেত্রেই খুঁজে পায় নামুসলিম ছেলেদের মধ্যে তাদের স্বপনে স্মার্ট গুণগুলোর উপস্থিতি দেখে তাদের চাকচিক্যের প্রতিই এরা বেশি আসক্ত হয়ে পড়েমুসলিম যুবকরাও এই সুযোগটার সদ্ব্যবহার করে

পরিণতি
বিবাহের সুখ ও যৌনতার মোহ খুব বেশিদিন থাকে নাপ্রেমঘটিত বিয়ের পর মুসলিম পরিবারে হিন্দু স্ত্রীগণকে বাস্তব জীবনের কষাঘাতে পদে পদে লাঞ্ছিত ও অপমানিত হতে হয়সঙ্গী হয় সারা জীবনের কানড়বা

মুসলমানের হিন্দু স্ত্রীদেরকে প্রথমত সাদরে গ্রহণ করা হলেও খুব শীঘ্রই তাদের উপর ইসলামী বিধানগুলো কাল হয়ে আসেএকাকী বের হওয়া যাবে না, ছবি তোলা ও চলচ্চিত্র নিষিদ্ধ, বোরখা পরতে বাধ্য হওয়া, পাঁচ ওয়াক্ত নামাজ, ব্যক্তি-স্বাধীনতার অনুপস্থিতি, পূর্বে নিরামিষ আহারী হলেও পিয়াজ-রসুন ও গরুর মাংসের নিয়মিত বিড়ম্বনা তখন নিত্য সঙ্গী হয়শ্বাশুড়ি বা ননদের এমনকি স্বামীর অত্যাচারের স্বীকার হলেও প্রতিবাদ করার উপায় থাকে নাকারণ স্বামী খুব সহজেই তাকে তালাকদিতে পারেএমনকি সন্তানসহও তালাক দিতে পারেতখন হিন্দু স্ত্রীর পায়ের নিচে আর কোন মাটি থাকে নাএককথায় স্বামীর সংসারে তাকে দাসী হয়ে জীবনটা কাটাতে হয়

হিন্দু মেয়েরা মুসলিম পুরুষ বিয়ে করলে সাধারণত তার নিজের পরিবার ও আত্মীয়-স্বজন হতে ত্যাজ্য হয়ে যায়একমাত্র স্বামী ছাড়া সে নিরাশ্রয় হয়ে পড়েতাই বাধ্য হয়ে সকল অত্যাচার মুখ বুজে সহ্য করতে হয়

মেয়েরা শ্বশুরবাড়ি এসে বাবার বাড়ির অহংকার করে থাকেগল্প করে থাকেতার বিপদে-আপদে বাবা-ভাইয়েরা এগিয়ে আসবে - এই বিশ্বাসটুকু তাদের থাকেকোন কারণে শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হলে মাথা গোঁজার ঠাঁই বা আশ্রয়টুকু তার থাকবে - এই ভরসা থাকেকিন্তু কেউ ধর্মান্তরিত হলে তার পরিণতি সরস্বতী দাসের মতই হতে পারে

শ্বশুরবাড়িতে শ্বশুর-শ্বাশুরি, ননদ, জা এবং আত্মীয়-স্বজন কর্তৃক প্রায়শঃ মালাউনের মেয়েবলে গালি শুনতে হয়এক ছেলে ও এক মেয়ের জননী হয়েও তাকে মালাউনের মেয়েগালি শুনতে হয়দুঃখের বিষয় মাঝে মাঝে আদরের সন্তানই মালাউন মাগীবলে গালি দেয়এটা স্বাভাবিক ঘটনাআমি যে মুসলমান বন্ধুর সাথে একটু আগে হাসিমুখে কথা বললাম, আড়ালে হয়ত সেও আমাকে 'মালাউনের বাচ্চা' বলে গালি দেয়

মুসলিম মতে তিন তালাক বললেই সম্পর্ক শেষযৌন আকর্ষণ বিয়ের পর খুব বেশিদিন থাকে নাতারপর শুরু হয় বাস্তবতাএকজন পুরুষের একইসাথে চারটি পর্যন্ত বিয়ে করা বৈধএকজন স্ত্রীর প্রতি মোহ কমে গেলে বা নতুন কোন নারীর প্রতি আসক্তি হলে খুব সহজেই তিন তালাক দিয়ে নতুন বিয়ে করতে ইসলামে কোন বাধা নেইমুসলিম পরিবারে নিজের পুত্রবধু থেকে শুরু করে দাসী পর্যন্ত যথাক্রমে নিকাহ্ বা ভোগ করা বৈধইসলামে স্ত্রীদের শষ্যেক্ষেত্রের সাথে তুলনা করা হয় এবং পুরুষ সেখানে স্বেচ্ছাচারী, যেমন খুশি গমন করতে পারে এবং স্ত্রীরা এক্ষেত্রে বাধ্যপ্রয়োজনে প্রহার করাও বৈধএক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হয় না?

গ্রামের দিকে খোঁজ নিয়ে দেখুন, যে সকল মেয়ে মুসলিম হয়েছে, যৌবনের জৌলুস কমার সাথে সাথে তালাক হয়ে গেছে, ফলে ভিক্ষা করতে হয়গ্রামের যথেষ্ট ভিক্ষুকের মধ্যে অনেক গুলিই কনভার্ট হওয়া হিন্দু মেয়ে পাওয়া যাবেপতিতালয়ে গিয়ে দেখুন, ওখানে পাবেন কনভার্ট হয়ে যাওয়া হিন্দু মেয়ে যে যৌবনের প্রথম প্রত্যুষে সুখের লাগিয়া বাঁধিয়াছে ঘর মুসলিম প্রেমিকের তরে, ঠাঁই হইয়াছে শেষে পতিতালের অন্ধকার ঘরে

সবচেয়ে বড় সত্য হলো মুসলিম পরিবারে ধর্মান্তরিত হিন্দু স্ত্রীগণ কেউই প্রকৃতপক্ষে সুখে নেই

সুতরাং প্রত্যেক অবিবাহিত হিন্দু যুবক যুবতী ও নারী পূরুষের সর্তক হওয়া উচিত এবং পরিবারের সকল শিশু কিশোর কিশোরী সদস্যদের প্রতিদিনই এতদ বিষয়ে সর্তক করা উচিত







লেখক: অরুন মজুমদার, ঢাকা, ০৬/০১/২০১২ [বিঃদ্রঃ লেখাটির কিছু কিছুঅংশ নিঃশব্দ সন্ত্রাস নামক একটি বই থেকে সংযুক্ত করে সংকলন করা হয়েছে।]

8 comments:

  1. "মুসলমান পরিবারে একটি মেয়ে অল্প বয়স থেকেই খুব ভালভাবে বুঝতে শেখে যে- সে একটা মেয়ে। তার কাছের ও দূরের আত্মীয় সম্পর্কের পুরুষদের কাছ থেকে পুরুষ মানুষ কি জিনিস তার খুব ভাল পরিচয় পেয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো ভাই অথবা কাছের বা দূরের সম্পর্কের আত্মীয়ের সাথে সেক্স করার সুযোগ তাদের ঘটে। তাদের রাজসিক খাদ্যাভ্যাস ও জীবন প্রণালী এই কর্মে উৎসাহী করে। অন্যদিকে সাধারণত হিন্দু সমাজে দূর সম্পর্কের ভাই হলেও সে একটা মেয়েকে আপন বোনের মতই দেখে ও শ্রদ্ধা করে। হিন্দু ছেলে ও মেয়ে উভয়ের মধ্যেই তুলনামূলক বেশি নৈতিক মূল্যবোধ কাজ করে। ফলে হিন্দু পরিবারের মেয়েগুলো সেক্স বিষয়ে মুসলিমদের তুলনায় অজ্ঞ থাকে। "
    আপনার এই লেখায় "মুসলমান পরিবারে একটি মেয়ে অল্প বয়স থেকেই খুব ভালভাবে বুঝতে শেখে যে- সে একটা মেয়ে। তার কাছের ও দূরের আত্মীয় সম্পর্কের পুরুষদের কাছ থেকে পুরুষ মানুষ কি জিনিস তার খুব ভাল পরিচয় পেয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো ভাই অথবা কাছের বা দূরের সম্পর্কের আত্মীয়ের সাথে সেক্স করার সুযোগ তাদের ঘটে। তাদের রাজসিক খাদ্যাভ্যাস ও জীবন প্রণালী এই কর্মে উৎসাহী করে।" এই অংশ টুকু ভুল ব্যাখ্যা দিয়েছেন। মুসলমান ধর্মে এই ব্যাপারে কঠিন ভাবেই যৌনতার কোন বিধান নেই, সুযোগ ও নেই। বরং কোরআনে এই ব্যাপারে কঠিন ভাবেই নিষেধ করা আছে। তাঁদের পর্দা প্রথার কথা না বলে একদম হরদম অন্ধের মতোই বলে ফেললেন? কাজ টা ঠিক করেন নাই। আর অপর দিকে হিন্দু ধর্মের সবাইকেই যৌনতার ধারে কাছেও আনলেন না? আপনি কি চোখ থেকেও অন্ধ? বেশী দূর যেতে হবে না। চাইলে আপনার কাছেই যে কোন হিন্দু পরিবার ও একটি মুসলিম পরিবারের মেয়ে দের চাল ছলন দেখবেন (অবশ্য যে পরিবার ইসলাম মানে)।

    ReplyDelete
  2. "মুসলমান পরিবারে একটি মেয়ে অল্প বয়স থেকেই খুব ভালভাবে বুঝতে শেখে যে- সে একটা মেয়ে। তার কাছের ও দূরের আত্মীয় সম্পর্কের পুরুষদের কাছ থেকে পুরুষ মানুষ কি জিনিস তার খুব ভাল পরিচয় পেয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো ভাই অথবা কাছের বা দূরের সম্পর্কের আত্মীয়ের সাথে সেক্স করার সুযোগ তাদের ঘটে। তাদের রাজসিক খাদ্যাভ্যাস ও জীবন প্রণালী এই কর্মে উৎসাহী করে। অন্যদিকে সাধারণত হিন্দু সমাজে দূর সম্পর্কের ভাই হলেও সে একটা মেয়েকে আপন বোনের মতই দেখে ও শ্রদ্ধা করে। হিন্দু ছেলে ও মেয়ে উভয়ের মধ্যেই তুলনামূলক বেশি নৈতিক মূল্যবোধ কাজ করে। ফলে হিন্দু পরিবারের মেয়েগুলো সেক্স বিষয়ে মুসলিমদের তুলনায় অজ্ঞ থাকে। "
    আপনার এই লেখায় "মুসলমান পরিবারে একটি মেয়ে অল্প বয়স থেকেই খুব ভালভাবে বুঝতে শেখে যে- সে একটা মেয়ে। তার কাছের ও দূরের আত্মীয় সম্পর্কের পুরুষদের কাছ থেকে পুরুষ মানুষ কি জিনিস তার খুব ভাল পরিচয় পেয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো ভাই অথবা কাছের বা দূরের সম্পর্কের আত্মীয়ের সাথে সেক্স করার সুযোগ তাদের ঘটে। তাদের রাজসিক খাদ্যাভ্যাস ও জীবন প্রণালী এই কর্মে উৎসাহী করে।" এই অংশ টুকু ভুল ব্যাখ্যা দিয়েছেন। মুসলমান ধর্মে এই ব্যাপারে কঠিন ভাবেই যৌনতার কোন বিধান নেই, সুযোগ ও নেই। বরং কোরআনে এই ব্যাপারে কঠিন ভাবেই নিষেধ করা আছে। তাঁদের পর্দা প্রথার কথা না বলে একদম হরদম অন্ধের মতোই বলে ফেললেন? কাজ টা ঠিক করেন নাই। আর অপর দিকে হিন্দু ধর্মের সবাইকেই যৌনতার ধারে কাছেও আনলেন না? আপনি কি চোখ থেকেও অন্ধ? বেশী দূর যেতে হবে না। চাইলে আপনার কাছেই যে কোন হিন্দু পরিবার ও একটি মুসলিম পরিবারের মেয়ে দের চাল ছলন দেখবেন (অবশ্য যে পরিবার ইসলাম মানে)।

    ReplyDelete
  3. Correct , but we have to be strength , to be that we need unity among us , So "Be Unit Hindu"

    ReplyDelete
  4. পুরাই মিথ্যার বেসাতি। উগ্র হিন্দুবাদী পোস্ট। লেখক মনে হয় বিজেপি বা র এর এজেন্ট।

    ReplyDelete
    Replies
    1. সত্য বললেই কি ভারতের বা বিজেপির দালাল?

      Delete
    2. varoter dalal kina janina tobe islam shomporke oggo. age Islam shomporke jajun terpor likhun. gadha kothaker.

      Delete
    3. এই common excuse-টাই দেওয়া হয় "ভারতের দালাল"। কিন্তু যখন সত্য বলা হয়, তখনই গায়ে বিঁধে।

      Disagree with these:

      . . . Wives have the same rights as the husbands have on them in accordance with the generally known principles. Of course, men are a degree above them in status . . . (Sayyid Abul A'La Maududi, The Meaning of the Qur'an, vol. 1, p. 165)

      And if you be apprehensive that you will not be able to do justice to the orphans, you may marry two or three or four women whom you choose. But if you apprehend that you might not be able to do justice to them, then marry only one wife, or marry those who have fallen in your possession. (Maududi, vol. 1, p. 305)

      65:1 O Prophet, when you [and the believers] divorce women, divorce them for their prescribed waiting—period and count the waiting—period accurately . . . 4 And if you are in doubt about those of your women who have despaired of menstruation, (you should know that) their waiting period is three months, and the same applies to those who have not menstruated as yet. As for pregnant women, their period ends when they have delivered their burden. (Maududi, vol. 5, pp. 599 and 617, emphasis added)

      . . . [T]hen he [Muhammad] wrote the marriage (wedding) contract with Aishah when she was a girl of six years of age, and he consumed [sic, consummated] that marriage when she was nine years old. (Bukhari)

      Delete