Monday, July 29, 2013

ইসলামী প্রলাপ

এটা হল সংযম এর মাস... খাবার থেকে শুরু করে সব কিছুতেই সংযম করতে বলা হয়েছে...। পরিসংখ্যান এ দেখা গেছে এই মাসেই বছরের অন্যান্য মাস থেকে জনগন বেশি খাবার আহার করে থাকে আর অন্যান্য খেত্রেও নিয়ন্ত্রণের বাইরে চলে যাই।

আমার আশে পাশে কিছু মানুষের রমজান স্ট্যাটাস-
১।মাত্র দুপুর ১টা বাজে, অহ! গড! আমি ইফতার পর্যন্ত বাঁচব তো?
২।আজকে আমাদের বাসায় ১০১টা ইফতার আইটেম। কে কে খাবে?
৩।বুফে ইফতার করছি। আজকে ফাটাইয়া দিব।
৪।আজকে ২৫ স্লাইস পিয্যা খেয়েছি ইফতার এ। :)
৫।ইফতার করছি অমুক রেস্টুরেন্ট, কালকে করবো তমুক রেস্টুরেন্ট।
৬।আর মাত্র ২০ মিনিট বাকি...।ঃ)
৭।আমার মাথা ঘুরছে...রোজায় ধরেছে..।

এইসব করলে রোজা কবুল হয় না বরং গুনাহ হয়।
ইত্যাদি দেখে আমি কিছু মুসলিম বন্ধুদের ধর্ম পালন করা নিয়ে খুবি বিচলিত...।।
ঠিক এরাই সময় অসময় হিন্দুদের গালি দিয়ে থাকে ধর্ম নিয়ে।

নিজের ধর্ম ঠিক মত পালন না করে অন্য ধর্মের লোকদের পিছনে ক্ষতি করা জঘন্য কর্মের সামিল।
 -------------------------------------------------------------------------------------------------
আসলে বাঙালি মুসলমানের মন বড় অদ্ভুত। সে একই সাথে অনেক কিছু চায়।
সে লিবারেলিজম চায়, আবার ইসলামও চায়।
সে ইংরেজি চায়, আবার মাদ্রাসাও চায়।
নারী চায়, হেজাবও চায়।
সুদ চায়, আবার ইসলামিক ব্যাংকিং চায়।
ঘুষ চায়, হজ্ব চায়।
গীতবিতান, আমপারা, কোরান শরীফ, হারমোনিয়াম সবই তার ড্রইংরুমে চায়।
তরুণী-মুখো পাখাওয়ালা বোরাক, কাবাঘর, তীরবিদ্ধ দুলদুল, শাহরুখ, মাধুরী, সালমান শাহ সব ছবিরই তার কাছে সমান কদর।
মক্কা চায়, মুম্বাইও চায়।
পিস টিভি চায়, স্টার প্লাস চায়, এইচবিও-ও চায়।
লাদেনকে বাহবা দেয়, গাদ্দাফিকে বাঘের বাচ্চা বলে, তবে পাত্র খোঁজে আমেরিকান গ্রীনকার্ডধারী।
“দেশি মডেল” “হটি জোকস” পেইজে লাইক দেয় আবার “ইসলামিক লাইফ” পেইজেও লাইক দেয়।
১৮ প্লাস পোস্ট এবং নবীজির স্মৃতি বিজড়িত স্থান সমূহের ছবি সম্বলিত পোস্ট দুটোতেই সমান হুমড়ি খায়।
 
(সংগৃহীত) 

No comments:

Post a Comment