Tuesday, June 24, 2014

সনাতন ধর্মের আচরণ এবং প্রেম দুটোর কারনেই ইসলাম ধর্ম ত্যাগ করেছেন পুজা দাশ‘আমাকে কেউ অপহরণ করেনি, আমি স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করে হিন্দু হয়েছি এবং স্বামীর সাথে সংসার করছি”।

গত রবিবার সন্ধ্যায় একটি জাতীয় দৈনিক কার্যালয়ে উপস্থিত হয়ে এই কথাগুলো জানান পুজা দাশ। তিনি বলেন, আমি ইসলাম ধর্মাবলম্বী ছিলাম। বাবার নাম এনামুল ইসলাম, মাতা নাম আমিনা খাতুন, গ্রাম খুলশী, থানাঃপাহাড়তলী, জেলাঃ চট্টগ্রাম। দীর্ঘদিন যাবত সনাতন ধর্মের আচার আচারণ ও নিয়মন কানুন দেখে ও বই পুস্তক পড়ে এই ধর্ম ভালো লাগতে শুরু করে। যার কারনে গত বছরের ১৫ মার্চ নোটারীর মাধ্যমে সনাতন ধর্ম গ্রহণ করি।(তথ্যসূত্র

No comments:

Post a Comment