Tuesday, July 22, 2014

মুমিনীয় ভন্ডামী

খবরঃ ইসরাইলের বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন ফিলিস্তিনী নিহত ও কমপক্ষে ৫০ জন আহত।
মুমিনীয় মন্তব্যঃ ইয়া আল্লাহ! তুমি ইসরাইলকে ধ্বংস কর। ইহুদীদের উপ্রে তোমার গজব বোমা ফালাও। মানবধিকার সংস্থাগুলু কুতায়? জাতিসংঘ কুতায়? নিরীহ মুসলিম বাচ্চাদের লাশ দেকে কি আফনাদের ফ্রাণ কান্দে না?
খবরঃ হামাসের রকেট হামলায় ১০ জন ইসরায়েলী নিহত।
মুমিনীয় মন্তব্যঃ আল্লাহ হুয়াকবর! আল্লাহ হুয়াকবর!! ইহুদী মাইরা পুইতা পালামু
খবরঃ আফগানস্থানের একটি মসজিদে নামাজরত অবস্থায় তালেবানের বোমা হামলায় মসজিদ উড়ে গেছে। ঘটনাস্থলে মারা গেছে প্রায় তিনশো জন মুসল্লী।
মুমিনীয় মন্তব্যঃ ..... ইয়ে মানে জরিনার মায়ের খুব ব্যাথা উঠছে! মনে অয় আরেকটা দিব। সবাই দুআ করেন আমার ১০ নাম্বার বাচ্চাটা যেন ১০ নাম্বার জার্সি পরে মাঠে নামতে পারে!

(সূত্র

No comments:

Post a Comment