Thursday, August 21, 2014

হায়রে গাজাবাসী

আমি যদি গাজাবাসী হতে পারতাম তাহলে জীবনের শেষ দিন মানুষের ভালোবাসা দেখে চোখ বন্ধ করতে পারতাম। কিন্তু দুঃখিত আপনাদের সকল কান্নাই আমার ভণ্ডামো মনে হয়। গত বছর ১২০০ আদিবাসী নিজের ভূমি ছেড়ে ভারতের সীমানায় আশ্রয় নেয়। ২০০১ সালের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ছুতায় এই দেশের অমুসলিমদের বাড়ি ঘরে, মন্দিরে হামলা চালানো হয়েছে। দেশ থেকে তাড়ানো হয়েছে তাদের ভূমি দখল করা হয়েছে। ৭০ সালে এদেশে ভিন্নধর্মী জনসংখ্যা ছিল ৩০% বর্তমানে তা ৮% এর মতন। সেটলারদের দিয়ে প্রতিনিয়ত আদীবাসি ভূমি দখল করে নেওয়া হচ্ছে। তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। অবিশ্বাসীদের বিভিন্ন ছুতোয় বিভিন্নভাবে আঘাত করেছেন, হত্যা করা হচ্ছে। অথচ বেশিরভাগ মানুষই এর বিরুদ্ধে একটা লাইনও লিখেননি। একটা ‪#‎ট্যাগ‬ ও দেন নি। এই #ট্যাগ বা একটি লাইন এর হয়তো কোন শক্তি নেই। দানবের সামনে এই #ট্যাগ একটি বালির ঘর। কিন্তু জনাব, তখন আপনারা চুপ ছিলেন। এবং এও জানি ভবিষ্যতেও থাকবেন। মাঝে মধ্যে মনে হয় গাজাবাসী হলে অন্তত কিছু মানুষ (!) দেখতে পারতাম; যারা দানবের বিরুদ্ধে কথা বলে। শুধু ইসরাইলের সেনাবাহিনীর হাতে না একটু লক্ষ্য করে দেখুন আপনারা হাতেও একই রক্ত লেগে আছে।

(সূত্র

No comments:

Post a Comment