Thursday, September 18, 2014

মত প্রচার না ধর্ম প্রচার?

অনেক ধর্মের প্রচারক কিংবা ধর্মগ্রন্থ বলে থাকে "আমাদের ধর্মই একমাত্র ধর্ম, অন্য কোন ধর্ম ঈশ্বর কর্তৃক গৃহীত হবেনা"। তাদের কাছে তাদের মতটাই ধর্ম।

এবার বৈদিক প্রচারকের কি বলেন দেখে নিই:
"যে ন্যায়াচরণ সকলের হিতকর্ম করে তাকে ধর্ম এবং যে অন্যায়াচরণ সকলের অহিতকর্ম করে তাকে অধর্ম জানবে।" -স্বামী দয়ানন্দ স্বরস্বতী

মহাভারত বলছে:
"ন তৎ পরস্য সংদধ্যাৎ প্রতিকূলং যদাত্মানঃ।
এষ সংক্ষেপতো ধর্মঃ কামাদন্যঃ প্রবর্ততে।।"
-নিজের ক্ষেত্রে যেটি অনূকুল বলে মনে না হয়,তেমন অন্যের প্রতি কখনও করবেনা।সংক্ষেপে একেই ধর্ম বলে। একমাত্র কামনার দ্বারা তাড়িত হয়েই মানুষ অন্যের প্রতি প্রকিকূল আচরণ করে।
দেখা যাচ্ছে, একজন মত প্রচারে ব্যস্ত, আরেকজন ধর্ম প্রচারে ব্যস্ত।

(Courtesy - Mithun Devnath)

No comments:

Post a Comment