Showing posts with label স্ব-মন্তব্য. Show all posts
Showing posts with label স্ব-মন্তব্য. Show all posts

Friday, February 08, 2013

শিহরিত শাহবাগ!

আমি ১৯৭১ দেখিনি। ১৯৫২ও দেখিনি। ৯০-এর গণঅভ্যুথানের সময় এতটাই ছোট ছিলাম যে কিছুই তেমন মনে নেই। স্বাধীনতা বা কোনো দাবী আদায়ের জন্য মানুষের আন্দোলন দেখিনি আমার দুই যুগের বছরগুলোতে।


কিন্তু আজ ঢাকার শাহবাগে যুদ্ধাপরাধী জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসীর দাবীতে জন-মানুষের প্রতিবাদ, সমাবেশ দেখে সত্যিই শিহরিত হয়ে উঠছি সুদূর প্রবাসে বসে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। যদি সুযোগ থাকত, তাহলে আমিও সেই লাখো লাখো বাংলাদেশীদের মতো শাহবাগের চত্বরে জড়ো হতাম। শ্লোগানের সাথে গলা মিলাতাম। কিন্তু ভাগ্য খারাপ! সেই সুযোগ হয়ত হবে না। কোনো পার্টি, দল বা নেতার আহ্বানে নয়, জন-মানুষের বিবেকের সুরে সুর মেলাতে পারছি না। শুধুই দূরে বসে খবর পড়ছি, দেখছি, জানছি আর সহমত দিচ্ছি।


সত্যিই কোনো নেতা বা দলের নেতৃত্ব বাদে (যদিও মাহমুদুর হক মুন্সী নামক এক ভাই অনলাইনে ব্লগিং এর মাধ্যমে প্রথম আন্দোলনের সূত্রপাত করেন) যে আন্দোলন সম্ভব তা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এই মনে হয় প্রথম। মিশরের তাহরীর স্কয়ারে যেমন মানুষ নেমে পড়েছিল স্বৈরাচারী গাদ্দাফীকে ক্ষমতা থেকে নামাতে, ম্যানহাটনের Zuccotti Park এ যেমন সাধারণ মানুষ নেমেছিল Occupy Wall Street নাম নিয়ে বড় বড় ব্যাংকার, মুনাফা লোভীদের বিরুদ্ধে, তেমনি আমার কাছে বাংলাদেশের শাহবাগের এই আন্দোলনও জন-মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলেই মনে হচ্ছে।

এরই মাধ্যমে যদি বাংলাদেশ থেকে জামায়াত-এ-ইসলামী দলটিই মূলোৎপাটিত হতে পারে, তাহলেই আমি মনে করি এই আন্দোলন সফল হবে। কাদের মোল্লারই শুধু ফাঁসী নয়, সাথে সেই সময়কার সকল জামায়াতের, শিবিরের, শান্তি কমিটির কর্মীদের যদি একযোগে ফাঁসী হয়, তাহলেই ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন শান্তি পাবে।

ইতিমধ্যে এই শিবির, জামায়াত কর্মীরা অনলাইনে নেমে পড়েছে এবং এমনটিও জানা গেছে যে
গোপন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে শিবির এর কর্মীরা অনলাইন এ বিভিন্ন ফেক আইডির আড়ালে থেকে আন্দোলনকারি সেজে আমাদের প্রিয় নবী মহানবি (সাঃ) ও ইসলাম নিয়ে বিভিন্ন কটুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে শাহবাগ এর আন্দোলন এর বিপক্ষে তারা মানুষকে আনতে পারে , কাজেই এখন বিভিন্ন পেজে যদি দেখেন কিছু কিছু লোক ইসলাম কে গালি দিয়ে দিয়ে সাহবাগ এর আন্দোলন এর পক্ষে কথা বলে ভনিতা দেখাচ্ছে বুঝবেন ওই ব্যাটা একটা শিবির , শাহবাগ এর আন্দোলন কে নাস্তিকদের সমাবেশ হিসেবে কালিমা দেবার জন্যই এই স্ট্রাটেজি শিবির গ্রহন করেছে।
ফলে বোঝাই যাচ্ছে কেমন ঘৃণ্যতম, কটু পথ বেছে নিয়েছে জামায়াত, শিবির।

সবচেয়ে অনুপ্রেরণার কথা হলো এই যে, এই আন্দোলনের সাথে কোনো রাজনৈতিক দল নিজেদের যুক্ত করতে পারছে না, আশা করি পারবেও না। ইতিমধ্যে আওয়ামী লীগের হানিফ, সাজেদা খাতুন ছোড়া বোতলের মাধ্যমে জেনে গেছেন এই আন্দোলন থেকে কোনো রাজনৈতিক ফায়দা তারা নিতে পারবেন না। বিএনপিও সেটা বুঝতে পেরে গেছে, যদিও তারা মনে করছে এটিকে সরকারবিরোধী আন্দোলন।

শুক্রবারের গণআন্দোলন আরো ব্যাপকভাবে ছড়িয়ে গেছে জেনে খুবই ভালো লেগেছে। আমার চেনা-জানা বন্ধু-বান্ধব যারা ঢাকায় আছে, তাদের মধ্যে অনেকেই যোগ দিয়েছে এই আন্দোলনে কোনো ভয়-ভীতির তোয়াক্কা না করে। যখন তাদের মধ্যে এমন প্ল্যাকার্ড দেখি তখন সত্যিই নিজেকে বাংলাদেশী ভেবে গর্ববোধ হয়। আর আফসোস হয়, যদি থাকতাম ঢাকায় এখন। আর শ্লোগান যখন হয় এমন
বন্যেরা বনে সুন্দর,
জামাত-শিবির পাকিস্তানে।
তখন গর্বের সাথে মাথা উঁচু করে ওদের বলতে ইচ্ছা করে, 'বের হ তোরা আমার বাংলা মায়ের দেশ থেকে'।

শেখ মুজিব যদিও বলেছিলেন এই বাংলাতেই যুদ্ধাপরাধীদের বিচার হবে, কিন্তু কালক্ষেপণ করে সে আর করা হয়ে উঠেনি। কিন্তু এবারের গণজাগরণ কেউ ঠেকাতে পারবে না।

লন্ডনের প্রতিবাদ
জাগরণ যে আজ শুধু ঢাকার শাহবাগেই থেমে নেই, তা আর বলতে হবে না। ইতিমধ্যে লন্ডনে, Texas এর University of Texas-Arlington এ শিক্ষার্থী বাংলাদেশীরাও নেমে পড়েছে প্রতিবাদে।  লন্ডনে আবার নাকি 'সাঈদী তোমার ভয় নেই' শ্লোগান দিয়েও শিবির-জামায়াত কর্মীরা মুখোমুখি অবস্থাণ নেয় ফাঁসীর পক্ষে আন্দোলনকারীদের বিরুদ্ধে। 

University of Texas-Arlington এর প্রতিবাদ

নিউইয়র্কে এখনো শুনিনি এমন আন্দোলনের কথা। যদি নিউইয়র্ক প্রবাসী কেউ জানেন এমন আন্দোলনের কথা তাহলে জানাবেন। এমন বিপ্লবী ইতিহাসের সাথে যুক্ত হবার সৌভাগ্য যাতে হাতছাড়া না হয়।

Wednesday, January 30, 2013

Running toward destruction...

Ever since Industrial Revolution started in the west, factories & other mills began emitting high levels of CO2. After the west realized the effects of it decades later, other eastern nations began to do the same in their nation. Though the goal was to achieve economic dominance in the world, they all forgot to take note of the environmental effects that can come as a result.

Recently, reports suggest that ozone depletion is at an all-time high rate than ever before. In the two poles, ozone has already depleted to such a level that it may not be long before we start getting fried by our energy source, the sun.

The effects that is taking its toll has begun to happen. In eastern part of the world, mainly China & India, the smog level is rapidly increasing. Smog is a mixture of smoke & fog from the environment. It causes very low visibility & can be cancerous if humans breathe it on a regular basis. Beijing in China is already being threatened for its citizens. Government has urged people to stay indoor as much as possible.

Let's take a look at a comparison of the CO2 emissions (in metric tonnes):
  1. China - 8.7 billion
  2. USA - 5.42 billion
  3. India - 1.97 billion
  4. Russia - 1.83 billion
  5. Japan - 1.24 billion
  6. Germany - 810 million
  7. South Korea - 610 million
  8. Canada - 560 million
  9. Indonesia - 490 million
  10. United Kingdom - 470 million
What caused me to write this today is what I saw in the morning in NYC. While dropping my parents to the train station, I couldn't see even up to half a block. I felt like the visibility is below 100 feet or so. I knew it wasn't fog or anything. It was smog. I deduced to that because I couldn't touch any dew or drops of water.



If that is the case in New York City, which is not even that industrial, compared to other cities in China or India, then I wonder what's going to happen in the near future. Will we be able to breathe fresh air? Or will we have to buy fresh air from the supermarket? Will we be able to go outside without any fear of breathing smog? Or will we go outside like this...?


Sunday, January 20, 2013

Is It Islamization?

A part of Muslims are on the rise with so-called Jihad which is absorbing a lot of extremists. Their radical agenda is to achieve total, absolute Islamic world for all countries. They would use religion to go any extreme without feeling any doubt.

That agenda is being carried out not only in the current Muslim nations at this point, but also in western European countries as well. Already Muslims are becoming a majority minority in Europe. With the rise of their population, their extremist groups are also making those places their depot. The results are also starting to come.

An Indian Hindu student was recently severely attacked in Germany for refusing to convert to Islam. That 24-years old student was approached by some extremist Muslims with the offer to convert to Islam. With his refusal, they cut off his tongue & left him injured in the streets.

Since 1989 after the fall of Berlin wall, about 7,500 Germans were killed by Muslims in their own country. Plus, because Muslims are not willing to adapt to the German culture, Muslims are forcing their lifestyle in Germany. With refusal to adapt to the country they don't belong, they are causing problems for the current German locals.

It's not only Germany that's feeling the extremism of Islam. Recently, Switzerland is facing strong opposition from Muslims in their country to change the flag. The cross sign in the flag of Switzerland is posing a religious issue for the Swiss Muslims. As a result, the country which had the cross sign for over a century is being asked to be removed for some immigrant Muslims who feel that it inhibits in their religious freedom.

The question is, do Muslims feel compelled to change westerners lifestyle instead of changing theirs? Can Pakistan remove its star from its flag? Can Hindus in Pakistan or Bangladesh feel safe in their homeland? Do immigrants like Muslims have the right to change west the way they want? Is it right for the inhibitors (Muslim immigrants) to dictate things in a country/continent in which they are just foreigners/newcomers? Are they trying to uproot western culture, western lifestyle altogether by their invasion of migration to those western countries?

It's not like those westerners can live peacefully in current Muslim nations either. Even a Christian man is not safe to live in Iran. Conversion away from Islam - can cause life in those extremist Islamic nations.

So, what is the goal of Muslims? Extremists? Are they trying to dominate the world by Islamizing the whole population? Are they going for absolute Islamization in all countries? Continents? What would it take to stop them? Who would they listen to? Is this their Allah wanted? Do they have no 'religious tolerance' in their holy religion?

Monday, January 07, 2013

Will BCCI ever learn their lessons?

Since Gary Kirsten left the position for Indian cricket team's coach right after Team India won the World Cup 2011. He was the person who brought more glories to the national cricket team after the team gained the position for #1 ranked test team in the world. It was a rare feat that Team India gained for the first time in the history of cricket.

Soon afterwards, Kirsten took over as the coach of South African national cricket team. The results didn't take long to deliver. South Africa took the #1 ranking test status from England after India lost the position to England in that summer of 2011.

Team India's downfall was just beginning to appear to the world cricket. First, they lost the away series in England (4-0). Total whitewash. Although the ODI form was still okay, the test form was suffering miserably. But the selectors didn't take notice of that.

Then came the Australia tour. Again, the team lost (4-0) to the Australian test team. By this time, the media was bashing on the veteran players for not giving the opportunity to youngsters. The trio (Rahul Dravid-VVS Laxman-Sachin Tendulkar) were still holding their places. But the back-to-back (8-0) series whitewash in both these away games moved the veterans.

Immediately after Australia series, Rahul Dravid retired from test. Indian ODI team was also showing signs of suffering now. They were eliminated in the tri-series between Sri Lanka, Australia & India. Though there were positives to take from that series in the form of Virat Kohli, the team, as a whole, was going down.

Next was the Asia Cup in Bangladesh. Again, even though Sachin Tendulkar scored his 100th hundred against Bangladesh, Team India could not save the match. Sachin's masterpiece went in vain to a country known as "minnows" to the world cricket. Instead of India or Sri Lanka, it was Bangladesh who qualified to play in the final of that Asia Cup against Pakistan.

The IPL took over afterwards. The T20 frenzy craze in people IPL5 to be a even bigger event than any previous IPLs. The BCCI still invested in this money-spending business to earn some quick dollars.

Though India did relatively well against New Zealand later on, they again showed signs of weakness when England came to India. This time after almost 30 years, the English team defeated India in their home turf in a series loss. India lost 2-1 against a formidable English line-up.

Soon after, the T20 encounter went on to a 1-1 tie between them.

Then came Pakistan. The arch-rival's T20 encounter also turned out to be 1-1. But the ODI 3-match series. Pakistan comprehensively won the first 2 games. Even in the 3rd encounter, India lost their top & middle-order quite cheaply as the first 2 games. The revered-figure in ODI history of cricket Sachin Tendulkar had already announced his retirement from the ODI format prior to the beginning of that series.

With Sachin gone, the responsibility fell on the now-senior players like Virender Sehwag, Gautam Gambhir, Yuvraj Singh, MS Dhoni. Although MS Dhoni did deliver his best in all 3 games, winning 2 Man of the Match prizes, the others had little to contribute with their batting.

The run-machine for the last 2 years for Indian ODI team had been Virat Kohli. It is also been considered that he would take over captaincy after MS Dhoni. Even he found poor form during these last few games.

But the bulk of the blame has to go to Sehwag & Gambhir. When this pair fails, the middle-order crumbles, as it had been seen in the past few years. Both of them seemed edgy, not eager to get runs, or at least stay in the crease for the longer part of the game.

And, yes, the most talked about player, Rohit Sharma, still failed to get some runs. Though it has been few years now that Indian media & former players are bulking in his talent. But he had not been able to demonstrate that talent in the last few years.

Still Rohit Sharma gets another chance in the ODI series between India-England in India. Still Manoj Tiwary, who impressed everyone with his maiden hundred against West Indies at home after 4-0 defeat against England in England, gets no chance. Rather he succumbed to injury, sitting in the dug-out waiting for another opportunity. The last time he had a chance to showcase his talent, he even took some wickets with his spin bowling.

Ajinkya Rahane got another run in this upcoming series instead of Sehwag. But he has yet to show a match-winning knock. Cheteshwar Pujara would be making his ODI debut following good form at home in the first 2 games against England in the test series. But what about Irfan Pathan? What about Mohammad Kaif? What about Wasim Jaffer? What about Sreesanth? What about Munaf Patel? What about Ambati Rayudu?

Though Bhuvneshwar Kumar & Shami Ahmed were impressive in both their debut, they still need some more time. But in terms of batting, when would India produce some Gangulies, Tendulkars, Dravids who can play in all forms of the game: ODI, T20 or test? We all know bowling had been one of the worrying factor for India for many decades. But if the strength of their game, batting, fails as well, what would happen to Indian cricket?

With Sachin gone out of the ODI picture now, most people would turn off their TV when India would be playing. Even the last India-Pakistan game didn't get as many viewership as the Ranji trophy match that Sachin played against Baroda. This should send some alarming notice to the BCCI.

Will they stick to IPL? Will they want more viewership for Indian cricket? Do they want Indian cricket to improve? If so, what measures are they taking for that to happen? Will they invest in making good fast bowlers? Will they train players to play longer innings? Will they instruct players to play for the country than the money? Will they acknowledge that Duncan Fletcher is not working out for Team India? He might have been good for England team before, but is he contributing for the success of Team India? Will they bring a wholesome change after their defeats at home & away? Or will they continue to make excuses to hide the real problem here?

That is the question. Will BCCI learn the much-needed lessons?

Friday, January 04, 2013

Rape ... who is to blame?

Crimes differ by the degree of severity. That is why murders get three degrees which result in different penalties for the murderer. Rape is one of the crimes that is looked upon differently by different people. The viewpoint that men has on rape differs from a women.

Recently, the rape incident of "Damini" in New Delhi of India brought the topic of 'rape' on the limelight. The name Damini was given to the 23-years old victim girl by the Indian media, in order to hide the girl & her family's identity. Some Muslim media also named her Amanat.

Some people are accusing the sexuality that is shown in Bollywood cinemas, for the attitude of the rapists. The bikini scenes, the westernized typical sex scenes, kissing scenes - have become almost common in Bollywood cinemas nowadays. Most movies portray sexuality without any hesitation, as if Indians are so used to the western culture. I agree with these people who argue that Bollywood is one of the biggest factor for such incidents. But Bollywood alone cannot be blamed for the mindset that these rapists possess. Bollywood definitely needs to look at itself & ask whether they would continue to make films where sexuality is openly exhibited or not.

"Item song" - as it is often called by, is in almost all the movies now, at least in the blockbuster movies. These so-called "item songs" portray women in a very vulgar, open manner that people have become so accustomed to such scenes. Before the 21st century, families used to sit together to watch a good film where there would be some moral values on life. Such movies are almost nowhere in the director's mind now. Instead of such good movies like Kahaani, Lagaan, Swades to be publicized, people line up for Dabangg, Rowdy Rathore or Ek Tha Tiger. These 'masala-type movies' portray women in a explicit manner that men can easily be provoked by these movies.

But as I said before, Bollywood alone cannot be blamed for the vulgarity shown by the rapists. In fact, Hollywood movies portray more explicit scenes, in comparison to Bollywood ones. But that doesn't cause westerners to behave like a rapist, as it happens in India or those places. Yeh, I know that rape cases are filed & rape incidents do take place in the US or European countries. But it is not as common as in India or those South Asian countries. Western women wear more body-showing clothes than the eastern women. The beaches in western countries are full of women showing off cleavage & other bodily parts. However, that doesn't provoke the men of these nations as much as it does in eastern part of the planet.

Why is that? Is it that because women wear explicit clothes, show off their bodies more than any other earlier generations that the men of current society in India & elsewhere are involving themselves in this heinous acts?

Men used to rape women for centuries. Even the religious epic stories like 'Mahabharat' describes us that Draupadi was sexually harassed by her brother-in-law, Dushasana, in front of other royal members of the family.

I personally think it has something to do with the attitude with which women are looked at in our society. Men usually consider women as properties, rather than humans as them. I might be wrong, but I think that is why Muslims have a dowry (Bengali: দেন মোহর; Arabic: Muarzal/Mu'ozzol) when marriages take place. It seems like as if the women is a property that is being sold to the bridegroom from the girl's father with a price tag. Even Hindus have the practice of dowry. 

The point is that these practices cause our men in the society to treat women as properties than human. Domestic torture is very common in those parts of the world in both Hindu & Muslim families. Like previous generations, women are considered as child-bearers. They are only there to provide child for the husband's family so that the family lineage continues. If the child happens to be a girl, the society blames it on the women, as if she chose what gender the child would be. In fact, it is the literate society that understands that men are actually responsible for determining the gender of the child since the Y-chromosome needed for a male child comes from the father, not the mother. 

From my personal experience, I know that my grandma used to get beaten by my grandpa from the father's side. Whenever he used to come from the crop field after day's hard labor, he would ask for fresh food. But when my grandma would provide him with hot, recently-made, cooked rice, he would be so angry that he would throw the plate with hot rice on my grandma's face. Such tortures were not only happening to our families. It is a common thing back in that time. 

With advancement in education, people have learned to be respectful to each other. Some children even take their mother's surname instead of the father nowadays. But these improvements are not happening as much in the eastern hemisphere as in the western.

With change in attitude of the men towards the women, these practices can be altered. People like Raja Rammohan Roy, Ishwar Chandra Vidyasagar have fought against the societal norms in their time, i.e. funeral pyre for the widow, marriage system for the widows etc. 

But now is our time to act. Our society needs us, particularly the men, to act against these norms. If the current growing generation changes their attitude, we would have a different India or South Asia, rather, altogether. Of course, punishment should be given to the rapists who still won't change. That punishment should be more of an embarrassment than just direct death sentence. Obviously, death sentence should be implemented on those monsters. But before that, those rapists should be humiliated publicly, as happened in Assam yesterday. That way any future rapists would think twice before letting their "snake out of the cage", as Robert DeNiro once mentioned in Meet the Parents

Ultimately, it is the men that need to change. Along with asking the women to wear clothes that doesn't show their cleavage as much, men also need to look at women in a respectful manner. However, it also needs to be monitored that whether the woman want to hide her face in the hijab, as Muslim women or not. Otherwise, the freedom that women should be getting is again being taken away from them. They need to think of women as their mothers, sisters, wives, daughters. They need to ask themselves - what would they do if their mothers, sisters, wives or daughters were to face similar occurrences? What would be their reactions? Instead of taking revenge on each other & spilling more blood, why can't these men just act more maturely? How hard would that be? 

But if that doesn't work, rapists should be punished harshly to create examples. I often wonder how would criminals feel when the crime is done on them. With that thinking in place, the government can sexually harass those rapists publicly so that others would be alarmed of consequences before acting similarly. One thing that needs to be made sure in such cases is that the human rights groups don't interfere in the punishment process. It has been their custom in the recent past to condemn the government for harsh punishments on criminals. Instead of looking at the criminal with pity, they should look at the victim with sympathy. It is the victims who deserve the sympathy, not the criminals & certainly not from human rights groups whose primary job is to be concerned about the safety & security of innocent lives.

Sunday, December 30, 2012

Hindus ≠ Muslims

It's been almost 11 years since 9/11 changed the overall outlook of people's perception towards each other. Since that tragic incident by Al-Qaeda in WTC, the majority of the world joined an "war on terror" against Talibans, extremist Islamic groups.

Though initially most people were angry against Islamic Taliban groups, they also began to suspect their neighbors who were of Middle-Eastern or nearby areas. Many reports claim that the so-called "hate crime" against 'brown people' (people of Middle-Eastern, South Asian descent) increased since then. Although the attack on actual Muslims have declined in the recent time, attacks on others who may look like an immigrant from those areas have increased significantly.

The latest of such attack was when 31-years old Erika Menendez pushed a 46-years old Kolkatan (India) Bengali Hindu man, Sunando Sen, into an incoming train in Queens, NY. The man did not survive from that blow even though only two carriages of the train went over his body. The woman fled the scene quickly before anyone could absorb what just happened at the platform.

The NYPD has arrested the lady two days later in Brooklyn. From the early reports from various sources, she told the investigators that she acknowledged her crime. Additionally, she mentioned to the authorities that she "hated Muslims and Hindus since 9/11".

C'mon, really? Do you not get the difference between Hindus and Muslims? Are Jews and Christians same? Should Muslims attack Christians because Jews are killing innocent civilians in Palestine? Is Colombia and Cuba the same? Venezuela or Mexico?

How long do Hindus have to bear the burden of false accusation of Muslims? How many more mistakes would people commit? Why would Hindus be targeted for something that they are not part of?

It is not new. In the recent time, another angry man opened fire in a Sikh temple in Milwaukee, Wisconsin, only to kill several innocent, religious, devout Sikh people. What was the motive for that? Nothing but that the gunman thought those people (Sikh) were also Muslims who decimated the Twin Towers.

I myself have experienced this false accusation. On a trip to a job interview in Edison, NJ, I was asked by a white lady in the train that whether I was a Bangladeshi. The 21-years old Bangladeshi man, Quazi Nafis, was just arrested the day before. She interrogated me in such ways that she thought since my skin color is brown, I might be one of them. She asked me where I was from. I told her I was also a Bangladeshi and about 21-years old at that time. I didn't tell her I was a Hindu since she didn't ask me about my religion. The reason was that I wanted to see what kind of questions she would ask & how far would she go with it. She kept on asking me questions until her stop came. Since Nafis lived in Jamaica, NY & I happen to live in the same county, she was becoming judgmental. The fact that things like age, county of residence, birth nationality happen to be same for me & Nafis, she was just trying to come to a conclusion. I was glad that her stop came right before she was about to come to a conclusion.

The question is not that all Muslims are terrorists or all Muslims are extremists. The point is why would people, especially non-Asians, consider that Hindus or Muslims are the same thing? Are they really? Are their beliefs same? And it's just not adults who are making these false accusations. Both my brother and I were teased by other students, mainly in junior high school and high school for being a Hindu. Those were young kids, about 14-16 years old who shouted like "you fucking Hindu". For me that incident was in 8th grade when I just came into this country recently & didn't know good English. I didn't understand the meaning or the implication of their saying those things to me then. But as I learned about American politics in high school & onwards, I realized that people were being judgmental about people of brown skin color as being the same, Muslim or Hindu. Some thought Hindus were responsible for 9/11. Others thought Hindus or Muslims - all are the same. This was the exact cause for Sunando Sen.

The reason this incident struck me quite sharply is because I used to live in that neighborhood where it happened. I used to take the train from that same station. It was Sunando Sen at that time. It could have been me or someone else like me who was equally innocent as Sunando Sen and happened to be the victim of the so-called "hate crime".

In our Asian world, when Muslims kill Hindus or Hindus kill Muslims or other religious groups, the international human rights groups term such cases as "religious persecution". But when it comes to the same incident in western world, it's termed "hate crime". When "religious persecution" is published in newspaper or news channel, western world jumps in with their international Amnesty or other human rights groups to scold the 3rd world countries for being cruel to innocent people. But when the same thing happens in their country, the western nations lessen the criminal offense by terming these things as "hate crime". I may be wrong, but I think this terminology has to do with how these cases are treated. The western countries don't want to show to the rest of the world that "religious persecution" also happens in their countries.

But how long would they keep us quiet? How many more Sunando Sen or temple massacre has to happen before the western nations become serious about this? How many more false accusations? How many more loss of innocent lives?

I know it has to do with people. Government don't tell people that Hindus are the same as Muslims or vice versa. People need to be aware of the difference. People need to be aware that just because someone is Muslim doesn't mean he is also an extremist. The government has its role to play also. They need to acknowledge these incidents as "religious persecutions". By saying these as "hate crimes" and the same thing in Asian countries as "religious persecutions", they are indirectly avoiding their duty.

Monday, December 10, 2012

আর কত বিশ্বজিতদের মরতে হবে?

মানুষ হিসেবে জন্ম নিয়েছি। প্রকৃতির এক অকাট্য নিয়ম আমাদের মরতে হবে। সাধারণভাবেই সেই মৃত্যুটা যাতে স্বাভাবিক মরণ হয় - এমনটাই কামনা করি আমরা সকলে। কিন্তু ক'জনায় সেটা পাই? কারো সড়ক দুর্ঘটনায়, কারো খুনের মাধ্যমে, কারো আবার বোমাবাজির কবলে মরণকে বরণ করে নিতে হয়। কয়জন আমরা স্বাভাবিক বার্ধক্যজনিত রোগে মরার ভাগ্য নিয়ে জন্ম নেই? হয়ত কেউ কেউ বলবেন, সে তো অনেকেই। কিন্তু বাকিরা কি মনে করেন? আসলেই কি তাই?

বাংলাদেশ ছেড়ে নিউইয়র্কে পাড়ি দিয়েছি প্রায় দশ বছর আগে। এতদিনে অনেক পালা বদল ঘটেছে রাজনীতি তথা সামাজিক নানা বিষয়ে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন যদি বলতে হয় তা হলো আজ যখন ফেইসবুকে দেখলাম আমার বাংলাদেশে অবস্থাণরত বন্ধু-বান্ধবদের মধ্যে প্রায় ৯০%-র স্ট্যাটাসে লেখা - "বাড়ি কি ফিরতে পারব ভালো মতো?" ঠিক একই লেখা না হলেও এই হলো মূল বিষয়।

গতকালই অনলাইনের এইযুগে জানতে পারি বিশ্বজিৎ দাস নামক এক পথচারীর নির্মমভাবে মধ্যযুগীয় বর্বর স্টাইলে হত্যার কথা। যতগুলো ছবি, ভিডিও দেখতে পারলাম এত দূরে বসে, তাতে বুঝলাম ক্ষমতাসীন আওয়ামী লীগের (ছাত্রলীগের) লোকজনই এতে দায়ী। কতটা সত্য, কতটা মিথ্যা - সেটা যারা দেশে আছেন, তারাই ভালো জানবেন। কিন্তু যতদূর বুঝলাম, ছাত্রলীগের মিছিলে যারা ছিলো, তারাই পরবর্তীতে বিশ্বজিতের হত্যার জন্য দায়ী।




ভিডিওর যতটুকু দেখেছি, তাতে মহাভারতে অভিমন্যুর মৃত্যুর কথা বারে বারে মনে পড়লো। কতগুলো বন্য কুকুর ঘিরে ধরে আছে একটা মানুষকে কামড়াবে বলে। মানুষটি বাঁচার তেষ্টায় চিৎকার করে বলতে থাকে "আমি হিন্দু, আমি হিন্দু।" কিন্তু না। সেই বন্য কুকুরগুলো শুনলো না সেই পথচারীর আর্জি।



কিছু লেখা পড়লাম যেগুলো পড়ে নিজের বিবেককে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে হয়ত আমার বন্ধুগুলোর মাঝে কারো কালকের হরতালে এরকম হতে পারে। সেইসব লেখাগুলোর কিছুগুলো নিচে তুলে ধরলাম -

_________________________

বিশ্বজিত এর মত হাজার খুন আমরা শুনে এড়িয়ে চলে জাই। রাস্তা-ঘাটে নিরবিকার কুপিয়ে হত্যা থেকে শুরু করে, কর্তবরত ডাক্তার কে ধর্ষন এর পর হত্যা করে ফেলাও আজকালের টাটকা খবর। এগুলো কেবল মাত্র দু’দিনের সংবাদ হয়ে খানিক মুহূরতে হারিয়ে যায়। আমরাও এসব নিয়ে পরে আর মাথা ঘামাইনা । “এ দেশটাই এরকম, এখাণে এসব কি নতুন কিছু” বলে সব ভুলে যাই।

আমিও হয়ত ভুলে যাব বিশ্বজিত কে। পরশু আরেক বিশ্বজিত এর লাশ দেখে মন টা একটু খারা
প হবে, তারপর সব ভুলে যাব। কারণ আমার জীবনটা চলমান ।

বিশ্বজিত আলোচণার কেন্দ্রবিন্দু আজ। নির্মম হত্যাকারী দের ছুরিকাঘাতে তার সকল আকুতি মিনতি ও হার মানিয়েছিল। হয়ত আমি ও আপনি এখন এটা মনে করতে পারি যে, সময় শুধু তার জন্য ভুল ছিল। না হলে এত মানুষ থাকতে বিশ্বজিত কে কেন প্রান দিতে হল ।

হত্যা চলাকালীন সময় সকল প্রত্যক্ষদশীদের সাথে এদেশের সবচেয়ে মূল্যবান নাগরিকরাও উপস্থিত ছিলেন। হ্যা, আমাদের সাংবাদিক দের কথা বলছি। যারা তখন জীবনবাজি রেখে ব্যস্ত ছিলেন রক্তমাখা বিশ্বজিত এর কয়েকটি কোটি টাকার ছবি তুলতে। এসব ছবি যে পরদিন সংবাদ মাধ্যমে তুমুল ঝড় তুলবে। ডজনখানেক সাংবাদিকরা তখন ব্যস্ত ছিলেন একটি হত্যাকাণ্ডের প্রমানসহ রচনা লিখতে। এরমধ্যে কেউ একজন রচনা বাদ দিয়ে যদি সাহসিকতার পরিচয় দিতেন, হত্যাকাণ্ডে বাঁধা দিয়ে বাঁচাতে পারতেন একটি তরতাজা প্রাণকে, হয়ত সংবাদ মাধ্যমে তার এ রচনা আসতনা, হয়ত তার চাকরি হারানোর আশংকা বহুগুনে বেড়ে যেত, কিন্তু প্রানে বেচে যেত একটি বিশ্বজিত ।

এসব সহিংসতা চলবেই, রাস্তা-ঘাটে ভাংচুর হবেই। অবাধে চলবে ধর্ষন, হত্যা । আর এসব টাটকা সব সংবাদ আমরা পাব কেবল সাংবাদিক দের কাছ থেকেই। অথচ আজ একটি সাংবাদিক মারা গেলে দৃশ্যপট হত পুরো উল্টো। রাস্তা-ঘাট ভরে যেত প্রতিবাদ আর অ্নশনে । মামলাও হতো, অপরাধীরা শাশ্তিও পেত। কিন্তু বিশ্বজিত এর মত অসহায় জনতার হত্যাকাণ্ডের বিচার হবেনা। বিশ্বজিত এর মত টাটকা প্রান বাঁচাতে একটি সাংবাদিকও এগিয়ে আসবেনা। ফলাফল, সংবাদমাধ্যম গুলোর ব্যবসা জমজমাট !

পরিশেষে এটুকুই বলব, আমার মত একটি আমজনতার ক্ষমতাও নেই এর বিরুদ্ধে কিছু করার। হয়ত দু’তিন টা স্ট্যাটাস দিয়ে খানিকটা প্রতিবাদ এর প্রচেষ্টা করতে পারি। কিন্তু আজ কোটি জনতার হয়ে একটি দাবী-ই রাখতে চাই, যেসব সাংবাদিকরা ব্যবসা বাদ দিয়ে একটি পাশবিক হত্যাকাণ রুখতে পারেনা, একটি অসহায় তাজা প্রান বাচাতে পারেনা, তাদের সাংবাদিক হত্যার প্রতিবাদ বা অ্নশনের কোন অধিকার নেই। ধিক্কার তোমাদের !

-বিকাশ ভট্টাচার্য
 

________________________________


আজকে বিশ্বজিত যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বাবুয়েটের কোন ছাত্র হত, তাহলে ছাত্ররা দফায় দফায় মিছিল করত, গাড়ি ভাঙচুর করতো।
আজকে যদি বিশ্বজিত ছাত্র দলের কোন কর্মী হত, তাহলে আরও একদিন হরতাল দিত বিএনপি।
আজকে যদি বিশ্বজিত শিবির এর কোন কর্মী হত, তাহলে তার আব্বুর গর্বে বুক ভরে যেত সন্তান শহিদ হয়েছে বলে।
আজকে যদি বিশ্বজিত ছাত্র লীগের কোন কর্মী হত,তাহলে পুলিস তাকে হাসপাতালে নিয়ে যেত, এভাবে বিনা চিকিৎসায় সে মরত না। হাসপাতালে প্রধানমন্ত্রী তাকে দেখতে আসতেন। পরিবার বিশাল অঙ্কের অনুদান পেতো।
কিন্তু বিশ্বজিত এসবেরকিছুর মধ্যেই ছিল না। বিশ্বজিত ছিল সাধারণ মানুষ। অসাধারণ মানুষ গুলো সাধারণ মানুষকে হত্যা করলে তার কোন বিচার হয় না।
-N.c. Neel

_________________________________


আবার এও দেখলাম যেখানে শাকিল নামক ছেলেটি যে বিশ্বজিতের হত্যায় যুক্ত ছিলো তার পুরোনো কিছু কান্ডকীর্তির খবর -



_________________________________
(৯ এপ্রিল ২০১০)
এবার দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাওরান বাজার মোড়ে কালের কণ্ঠ ও মানবজমিন পত্রিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জসীম রেজা ও সোলাইমান সালমানের ওপর এ হামলা চালানো হয়। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নানা কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে তাঁদের ওপর এ হামলা চালানো হয় বলে জানিয়
েছেন ওই দুই সাংবাদিক।
গত ৪ এপ্রিল রাজধানীর শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন 'সাপ্তাহিক' পত্রিকার প্রতিবেদক আনিস রায়হান ও সাপ্তাহিক 'বুধবার' প্রতিবেদক আহম্মেদ ফায়েজ।
জসীম রেজা ও সোলাইমান সালমান বলেন, 'অফিসে যাওয়ার জন্য মিরপুরগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনির্বাণ বাস থেকে কাওরান বাজার মোড়ে নামলে ওই বাস থেকে ছাত্রলীগের কয়েকজন কর্মী নেমে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। ছাত্রলীগের বিরুদ্ধে লেগেছে কোন সাংবাদিক, শাকিল ও রানার বিরুদ্ধে নালিশ করেছে কারা, তাঁদের ধর, সাংবাদিকতা শিখিয়ে দিই_এমন কথা বলে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে ওই কর্মীরা।'
_________________________________

24 Nov 2011
চাদা চেয়ে জবিতে এক ছাত্রকে মারধরের প্রতিবাদে সাধারন ছাত্রছত্রী মানববন্ধন করেছে আজ। বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদানের পর মানববন্ধন করে ছাত্রছাত্রীরা।
প্রসঙ্গত, গত বুধবার বিশ্ববিদ্যালয পরিবহন (উল্কা-১) বাসে শাকিল ও সৈকত নামে ছাত্রলীগ নামধারী দুইজন ছাত্র ইংরেজি বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী রাহাতের কাছে নেশা করার জন্য টাকা চায়। রহাত টাকা দিতে আস্বিকার করলে তাকে ব্যাপক মারধর করে ঐ ছাত্ররা। এই ঘটনার প্রতিবাদে আজ মানবব›ধন করে ছাত্রছাত্রীরা। শাকিল ইসলামিক ইতিহাস বিভাগের ৪র্থ ব্যাচ এবং সৈকত নৃবিজ্ঞান বিভাগের ৪র্থ ব্যচের ছাত্র। এদিকে আজ সকালে শাকিল এবং সৈকত রাহাতকে বাড়াবাড়ি না করার জন্য খুন করার ভয় দেখায়। এঘটনা জানার পর ছাত্রছাত্রীরা তীব্র নিন্দা জানায় এবং উপযুক্ত শাস্তির দাবি জানায়।
শাকিলের নামে বিভিন্ন সময়ে বিভিন্ন আসামাজিক কাজের আভিযোগ আছে বলে জানা যায়। ছাত্রলীগের নাম নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতর এবং আশেপাশে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ও আভিযোগ পাওয়া যায়।
_________________________________

আর যে লেখাটি সবচেয়ে বেশী হৃদয়স্পর্শী বলে বোধ হয়েছে এবং যেটি পড়েই চোখে জলে এসে গেছে সেটা এটি


আমি আওয়ামী লীগ, বিএনপি, কিংবা জামায়াত বুঝি না। আজ যদি ছেলেটি বিশ্বজিৎ না হয়ে শহীদুল হতো কিংবা যোশেফ হতো সেক্ষেত্রেও এতটাই কষ্ট লাগত এমন মৃত্যুতে যতটা আজ বিশ্বজিতের মৃত্যুতে হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি আদৌ বদলাবে কিনা জানিনা কারণ ইতিমধ্যে ক্ষমতাসীনরা এই কাজের দায় নিতে অপারগতা প্রকাশ করেছে। তাছাড়া সাগর-রুনীর মতো হাই-প্রোফাইল সাংবাদিকদের মৃত্যুরই কোনো হদিস হয় না, আর আমার-আপনার মতো সাধারণ পাবলিক। তাও আবার সংখ্যালঘু সম্প্রদায়ের। ফলে ভয়ের চোটেই চুপ হয়ে যাবেন বিশ্বজিতের পরিবার যাতে তাদের আরেক সন্তান না হারাতে হয়। 

দেশ ছেড়ে এসে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি - সকল দলের প্রতিই এক ক্ষোভ জন্মায়। এক সাধারণ নাগরিক হিসেবে (আমেরিকা ও বাংলাদেশের দ্বিনাগরিক) এসব দলগুলোর একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ির রীতি হয়ত আর যাবে না। ফলে ধর্ম নিয়ে ব্যবসা করা বা ভোট ব্যাংক বাড়ানোর দল জামায়াত রাস্তা অবরোধ করে সকাল ১০:২৯ মিনিটে কুমিল্লায় নামাজ আদায় করে? সাধারণ মানুষ কি বোঝে না এই সকালে কোনো নামাজের বিধি নেই? নাকি মনে করে এতটুকু বোঝার ক্ষমতা নেই পাবলিকের? 


প্রশ্ন হলো আর কত বিশ্বজিতদের মরতে হবে? অঝরে ঝড়তে হবে? কত প্রাণ গেলে এই সংস্কৃতি, এই রীতি-নীতি, এই আচার-ব্যবহার পরিবর্তন হবে? কত দিতে হবে রক্ত? কত বিচার অপূর্ণ রয়ে যাবে? কত মায়ের বুক শূণ্য হবে? কত আর্তনাদ উত্তরের আশায় পড়ে থাকবে? কবে আসলেই বদলাবে বাংলাদেশ?

Friday, November 02, 2012

হারিকেন স্যান্ডীর কারণে কি কিছু বাংলাদেশীরা আসলেই খুশী?

আমার নিজের তেমন বেশী বাংলাদেশে বসবাসকারী বন্ধু-বান্ধব নেই। বিদেশে আছি, বিদেশী বন্ধু-বান্ধবই বেশী। ফেইসবুকেও তাই। কিন্তু যে ক'জন বাংলাদেশী বন্ধু-বান্ধব আছে বাংলাদেশে অবস্থাণকারী, তাদের মধ্যে কারো কারো থেকে জানতে পারলাম, সাম্প্রতিককালে আমেরিকার পূর্বপ্রান্তে যে হারিকেন আঘাত হানল তা নাকি আল্লাহর গজব বলে বেড়াচ্ছে বাংলাদেশের কিছু বাঙালীরা। কিসের গজব? স্যাম ব্যাসিলের মতো লোকের মুসলিমদের নবীজীকে নিয়ে তৈরি ছায়াছবির কারণে।

http://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gifhttp://www.sherv.net/cm/emo/lol/lol-laugh-smiley.gif

প্রথমত কিছুক্ষণ হেসে নেই। কতখানি গর্দভমার্কা হলে এমন মন্তব্য করে এসব লোকজন! আরে ভাই, একটা দেশের দুর্যোগ কি একজন ব্যক্তির কি এক ছবি বানিয়েছে তার উপর নাকি নির্ভর করে? তাহলে পাকিস্তানে ভূমিকম্প কেন হয়? বাংলাদেশে আইলা, সিডর কেন হয়? এফডিসিতে কি যীশুকে নিয়ে কিছু বানানো হয়েছে নাকি?

তার উপরে আবার শুনেছি এসব লোকজন নাকি আমেরিকায় আসারও স্বপ্ন দেখে। ডিভি লটারী কিংবা স্টুডেন্ট ভিসা কিছু না কিছুর মাধ্যমে স্বপ্নভূমিতে যেতে চায়। কেন? তখন কি স্যান্ডী, ক্যাটরিনা বা আইরিন আসবে না? তাছাড়া যে অঞ্চলে স্যান্ডী আঘাত হেনেছে, সেই নিউইয়র্ক বা প্রত্যন্ত অঞ্চলেই তো বাংলাদেশীদের বেশীরভাগেরই বাস। যদিও এই স্যান্ডী বাংলাদেশী কমিউনিটি যেদিক দিয়ে সেই স্থাণগুলোতে তেমন আঘাত করে নাই। তবুও ক্ষতি যদি হয়, তাহলে তো এমন বাংলাদেশীদেরও হতে পারত, নাকি? মরলে তো নিরপরাধ বাংলাদেশী ভাই-বোনেরাও মরত, নাকি?

আর স্যাম ব্যাসিলের বিষয়ে বলব, একটা লোককে দিয়ে তো সারা দেশ/জাতিকে মাপা যায় না। এই লোক যদি খারাপ মনোভাব নিয়ে তার ছবি তৈরি করে থাকে, তাহলে তার শাস্তি তো ওই লোকই পাবে। হয়ত ইহলোকে, নয় পরলোকে। ইসলামেই তো আছে শুনেছি কেয়ামতের দিন, যখন সকলকে দাঁড় করানো হবে আল্লাহর সামনে পাপ-পুণ্য বিচার করার জন্য। তখনই তো আল্লাহ এমন দুষ্টলোকেদের চরম শাস্তি দেবেন। তাছাড়া শুনেছি স্যাম ব্যাসিল নাকি প্রাক্তন এক মুসলিমই ছিলেন। যদি তা সত্য হয়, তাহলে তো উনি আরও শাস্তি পাবেন, তাই নয় কি? তাহলে কেন এইসব বাংলাদেশীগুলো এমন দুর্মনোভাব প্রকাশ করে ইসলামের মতো একটা শান্তির ধর্মে কালো দাগ ফেলছে?

Wednesday, October 10, 2012

প্রমাণিত: এক মুসলিমই ইসলামকে অপমান করেছে

আমি আগের এক লেখাতে উল্লেখ করেছিলাম যে, এক মুসলিমই রামুতে সাম্প্রদায়িক হাঙ্গামার পেছনে ছিল। অনেকে আমাকে বিশ্বাস করেছে। অনেকে না। যারা করেনি তারা সেই 'উত্তম কুমার বড়ুয়া'-কেই দোষারোপ করতে থাকেন যেহেতু তার ফেইসবুক প্রোফাইলে ইসলাম অপমানের ছবি ট্যাগ হয়েছিল।

অবশেষে গ্রেফতার হলেন সেই মুসলিম ব্যক্তিটি। নাম: মোহাম্মদ আবদুল মোক্তাদির আরিফ; পিতা: শাহাবউদ্দিন; বাড়ি: শ্রীকুল গ্রাম, রামু। বাকি বিস্তারিত আমি আর পুনর্ব্যক্ত করছি না। সংবাদের রিপোর্টেই পড়ে নেবেন। নিচে শুধু রিপোর্টগুলো কপি-পেস্ট করে দিলাম।

চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুর সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় পুলিশ চট্টগ্রাম থেকে এক তরুণকে গ্রেপ্তার করেছে, যিনি ফেইসবুকে থাকা অবমাননাকর ছবি নামিয়ে স্থানীয় বাসিন্দাদের দেখিয়েছিলেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার মো. আব্দুল মোক্তাদির আরিফ (১৮) রামুর শ্রীকূল গ্রামের শাহাবউদ্দিনের ছেলে।

তিনি চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপ্লোমা বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র বলে এএসপি জানান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে কক্সবাজার নিয়ে আসা হয়েছে।”

উত্তম বড়–য়া নামে রামুর এক যুবকের ফেইসবুক প্রোফাইলে কোরআন অবমাননাকর ছবি থাকার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় র্র্ধমীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।

এএসপি বাবুল আক্তার জানান, ঘটনার দিন বিকালে আরিফ রামু বাজারে একটি মোবাইল ফোনের দোকানে বসে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে উত্তম বড়–য়ার প্রোফাইলে যায় এবং সেইসব ‘অবমাননাকর’ ছবি স্থানীয় লোকজনকে দেখায় ও ডাউনলোড করে।

পরে রাতে এর প্রতিবাদ জানিয়ে রামু বাজারে সমাবেশ করে পাঁচ শতাধিক লোক। সেই সমাবেশ থেকেই মিছিল নিয়ে বৌদ্ধ বসতিতে হামলা চালানো হয়।

ঘটনার পর ‘ফারুক কম্পিউটার টেলিকম’ নামে ওই দোকানের মালিক ফারুককে আটক করা হয়। কিন্তু মুক্তাদির পালিয়ে ছিলেন।

পুলিশ কর্মকর্তা বাবুল আকতার বলেন, “মুক্তাদিরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে সে ঘটনায় জড়িত থাকার সত্যতা স্বীকারও করেছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/প্রতিনিধি/জেকে/১৭০৫ ঘ.



বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের রামুতে ২৯ সেপ্টেম্বর রাতে বৌদ্ধবিহার ও বসতিতে সহিংসতার সূচনাকারী সেই আবদুল মুক্তাদির আরিফকে আটক করা হয়েছে। তিনি অবমাননাকর ছবিটি ফেইসবুক থেকে নিয়ে প্রিন্ট করে বিলি করেছিলেন।

মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানাপুলিশ তাকে আটক করে। বুধবার মুক্তাদিরকে কক্সবাজারে নেওয়া হয়।

মুক্তাদির ফেনীর শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। মুক্তাদির রামু উপজেলার শ্রীকুল এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বাংলানিউজকে জানিয়েছেন, মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি ঘটনায় জড়িত থাকার সত্যতা স্বীকার করেছেন।

গোয়েন্দাদের তথ্যমতে, ২৯ সেপ্টেম্বর রামুর ফকিরাবাজারের ‘ফারুক কম্পিউটার টেলিকম’ নামের দোকানে এসে মুক্তাদির নামের পলিটেকনিক কলেজের এক শিবিরনেতা উত্তম কুমার বড়ুয়ার ফেইসবুক পরিদর্শন করে বির্তকিত সেই ছবিটি বের করেন। এরপর ছবিটি শত শত কপি প্রিন্ট করে সরবরাহ করা শুরু হয়। এ কাজে অংশ নেন আবদুল হক, রোহিঙ্গা জঙ্গি হাফেজ আহমদ, শিবিরের কর্মী খোরশেদ আলমসহ অনেকেই ।
ইতিমধ্যে ‘ফারুক কম্পিউটার টেলিকম’ এর মালিক ফারুককে আটক করা হয়েছে। একই সঙ্গে তার দোকানের কম্পিউটারসহ অন্য মালামালও জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনায় সংশ্লিষ্ট রামু, উখিয়া ও টেকনাফে  প্রায় ২০০ জনকে আটক করা হয়েছে। এদের অনেককেই রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। এরা প্রাথমিকভাবে ব্যাপক তথ্য প্রকাশও করছে বলে জানা গেছে।

আদালত সূত্র বলেছে, এ ঘটনায় আটক ৫ জন ইতিমধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দিও দিয়েছেন। ওই জবানবন্দিতে অনেকের নামও উঠে এসেছে।

প্রসঙ্গত, ইতিমধ্যে বাংলানিউজে ‘রামুর হামলার পরিকল্পনাকারীরা শনাক্ত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়েছে।

এবারে দেখুন তাহলে কি রকম ধর্মপ্রাণ(!) মুসলিম এরা। অপরের ধর্ম তো দূরের কথা, এরা নিজের ধর্মকেই সম্মান করতে জানে না। এইরকম অধার্মিক (সে যে ধর্মেরই হোক না কেন) পুরো ধর্মাবলম্বী জাতিরই লজ্জার কারণ। এদেরকে চিনুন। আপনার আশেপাশে থাকলে চিহ্নিত করুন। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। আরেকটা রামুর ঘটনার মতো নেক্কারজনক কিছু ঘটার আগে এদেরকে সমাজ থেকে নিশ্চিহ্ন করুন। এটা মুসলিম হিসেবে মুসলিমদের, হিন্দু হলে হিন্দুদের, বৌদ্ধ হলে বৌদ্ধদের - সকলেরই দায়িত্ব। এক্ষেত্রে আমি মনে করি সকলেরই বাংলার সেই প্রবাদ পালন করা উচিত - "দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো"।

Wednesday, October 03, 2012

মোহাম্মদ হলে অসুবিধা, দুর্গা হলে কিছুই না?








ধর্মীয় আঘাত দেয়াটা এখন একটা রীতিমত স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে দেখছি। স্যাম ব্যাসিলের মোহাম্মদ নবীজীকে নিয়ে তৈরি করা ভিডিও চিত্রটি সারা বিশ্বের মুসলিমদের ক্রোধিত করে তুলেছে। এটা সত্যিই নেক্কারজনক বিষয়। এ নিয়ে বাংলাদেশের প্রতিবাদের ফুটেজ আমেরিকার টিভিতেও দেখিয়েছে।

কিন্তু ফেইসবুকে আজ কিছু মাস ধরে দেবী দুর্গাকে নিয়ে অসভ্য পেইজ/গ্রুপ খোলা আছে। কই এ নিয়ে তো কিছুই হচ্ছে না? বরং যেসব হিন্দুরা/মুসলিম বা যারা সভ্য প্রজাতির তারা সবাই এগুলোকে রিপোর্ট করেছে। এর চেয়ে বেশী কিই বা করবে? নাকি মিছিল-মিটিং, প্রতিবাদ, সমাবেশ - এসব করলে ফেইসবুক কর্তৃপক্ষ এসবগুলোকে সরাবে?

আমি নিজেও info@facebook.com এ ইমেইল করেছি। তারপরও এগুলোকে সরানো হয়নি। কারণ হিসেবে বুঝতে পারি এগুলো বাংলায়/বাংলিশে লেখা। ফলে ফেইসবুক কর্তৃপক্ষ কতটা এগুলোর অর্থ বুঝতে পারে/পারছে, সেটা বলা যায় না।

কিন্তু আমার বলার বিষয় হলো, এই যে বিশ্বব্যাপী মুসলিম দুনিয়া একটা ভিডিওকে নিয়ে যা শুরু করেছে (বাংলাদেশসহ), কই হিন্দুদের দেবীকে নিয়ে (ঈশ্বরসম) অকথ্য গ্রুপ/পেইজকে নিয়ে তো বাংলাদেশ/অন্য কোনো স্থাণে এতো প্রতিবাদ, সমাবেশ হচ্ছে না। বরং শান্তিপূর্ণভাবে ফেইসবুকের কাছে রিপোর্ট করা হয়েছে।

এর মানে কি এই দাঁড়ায় যে, হিন্দুরা শান্তিপূর্ণ আর মুসলিমরা নয়? হতে পারে। আবার এও হতে পারে, ধর্মতে আঘাত দিলে মুসলিমদেরই বেশী লাগে, হিন্দু/অন্যদের হয়ত এতটা না। সহনশীল ধার্মিক যারা তারা ধর্ম তার নিজেরই হোক বা অপরের হোক তাকে সম্মান করতে জানে। স্যাম ব্যাসিল বা এইসব ফেইসবুকের গ্রুপ/পেইজের তৈরিকারকরা শুধু নিজেদের ধর্মকেই বড় করে দেখে। পরধর্মকে শ্রদ্ধা করতে এতটুকুও জানে না।

Monday, October 01, 2012

রামুতে সাম্প্রতিক ঘটনা সম্পর্কে মন্তব্য

সাম্প্রতিককালে রামু, পটিয়াসহ চট্টগ্রাম অঞ্চলে বৌদ্ধ ও হিন্দুসম্প্রদায়ের সংখ্যালঘুদের উপর হামলা, ভাঙচুর, জ্বালানো-পোড়ানোর ঘটনা মন্ত্রীসহ সকলে বলছে এ ঘটনা খুবই দুঃখজনক। কিন্তু তাতেই কি শেষ? হয়ত মামলা যাদের বিরুদ্ধে করা হয়েছে, এ নিয়ে তদন্ত হবে, কিন্তু বাংলাদেশে আদৌ কি প্রকৃত অপরাধী শাস্তি পায়? আইনের ফাঁক-ফোকরে ঠিকই বের হয়ে যায় কোনো না কোনোভাবে।

কিন্তু আসলে এক মুসলিমই "Instant Allah" নামের  ফেইসবুক আইডি দিয়ে ফেইসবুক থেকে কক্সবাজারের রামু উপজেলার হাইটুপী গ্রামের উত্তম কুমার বড়ুয়া নামক বৌদ্ধ ধর্মাবলম্বীর ফেইসবুক প্রোফাইলে আপত্তিকর ছবি ট্যাগ করা হয়। ছবিতে 'কোরআনের উপর মহিলার দুটি পা', 'আল্লাহ শব্দের বিকৃতি', 'পবিত্র কাবা শরীফে কেউ নামাজ পড়ছেন, কেউ পূজা করছেন' এমন দেখানো হয়েছে। তাহলে প্রশ্ন হলো, দোষ কার? উত্তম কুমার বড়ুয়াকে যে ট্যাগ করেছে? নাকি উত্তম কুমার বড়ুয়ার? এর পরিপ্রেক্ষিতে হিন্দুদের বাড়ি-ঘরেও হামলা হয়েছে। এর দোষ কার?

মুসলিমরা যদি শান্তিপ্রিয় হয়ে থাকে তাহলে অশান্তির কেন এমন কাজ করবে? আর যদি প্রকৃত মুসলিমরা মনে করেন এসব অপকর্ম যারা করেন তার আসলে মুসলিমই নন, তাহলে এদেরকে টার্গেট করে প্রকৃত মুসলিমরা কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না? মায়ানমারে যখন বৌদ্ধরা মুসলিমদের অত্যাচার করে, তখন বাংলাদেশসহ অন্যান্য দেশের মুসলিমরা (সেটা প্রকৃতই হোক আর অপ্রকৃতই হোক) সোচ্চার কন্ঠে এর নিন্দা, প্রতিবাদ, সমাবেশ, নানা কিছু করে। কিন্তু কই, যখন নিজের দেশে বৌদ্ধ-হিন্দুরা নির্যাতিত হয়, তখন বেশীরভাগ মুসলিমই চুপ কেন?

আসলে হুমায়ুন আজাদের একটা কথা মনে পড়ছে ---
মসজিদ ভাঙে ধার্মিকেরা, মন্দিরও ভাঙে ধার্মিকেরা, তারপরও তারা দাবী করে তারা ধার্মিক; আর যারা ভাঙাভাঙিতে নেই, তারা অধার্মিক বা নাস্তিক।

এক্ষেত্রে আমার এক বন্ধুর বন্ধু (তাশফি মাহমুদের) ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে জামায়াতের সংস্পর্শের ইঙ্গিত পেলাম ---

রামুতে ধর্মীয় যে সহিংসতা ঘটলো তাতে জড়িয়ে গেছে ফেসবুক। এবং এর প্রাথমিক প্রতিক্রিয়ায় বেশ ক'জন বিশ্ববিদ্যালয় ছাত্রের মন্তব্য ছিলো যে এটা স্বাভাবিক এবং তেমন কোনো ঘটনা নয় কারণ বার্মাতে বৌদ্ধরা মুসলমানদের উপর নির্মম অত্যাচার করেছে, বাঙালীরা এত নির্দয় না। যে এবং যারা বলেছে তাদের এসব মন্তব্য যে কত নির্দয় তা হয়তো এরা ভেবেও দেখেনি। আর এই নির্মমভাব, উগ্র সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা এদের মধ্যে সিস্টেমেটিকালি ছড়ানো হয়েছে মিথ্যা ছবি দিয়ে মিথ্যা নিউজ দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাইলাই হত্যাকান্ডের ছবি চালানো হয়েছে বার্মায় মুসলমান হত্যা বলে। থাইল্যান্ডের উপকুলে আটক জেলেদের (যাদের মধ্যে কেউ কেউ আবার দাত কেলিয়ে হাসছিলো) চালানো হয়েছে গণহত্যার শিকার বলে। ফেসবুকে যেসব পেইজ এই জঘন্য মিথ্যাচার চালিয়েছে তারা আল্লাহর নামে ইসলামের নামে এই মোনাফেকি এবং কবিরা গুনাহ করে যাচ্ছে সামান্য কিছু পয়সার বিনিময়ে। তাদের স্পনসর জামাতে ইসলামী। রোহিঙ্গাদের তাদের দরকার। কারণ রোহিঙ্গারা থাকলে তাদের দেখিয়ে সাহায্য আনতে পারবে বিদেশ থেকে, বাঙালী পাসপোর্টে বিদেশ পাঠিয়ে বায়তুল মালের চাদা নিশ্চিত করতে পারবে, আর এদের ঘাতক ক্যাডার হিসেবে ব্যবহার করা যাবে। তাই ভাইয়েরা। ধর্ম কর্ম করতে ফেসবুকে আসার দরকার নাই। ওইটার জন্য আল্লাহর ঘর আছে, মসজিদ আছে, জায়নামাজ আছে। মোনাফেকদের ফাদে পড়ে মোনাফেক হইয়েন না। কবিরা গুনাহর ভাগীদার হইয়েন না। বর্জন করেন এইসব ছাগু পেইজ। আর প্রতিহত করেন এই স্বাধীনতা বিরোধী শক্তিরে। উস্টার উপর রাখেন, রাস্তায় পাইলে রাস্তায়, ফেসবুকে পাইলে ফেসবুকে। এদের বন্ধু বানাইছেন তো আমার বন্ধুত্ব হারাইছেন। খিয়াল কইরা...
এই প্রশ্নটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ যে- ইসলামের কোন তরিকানুযায়ী বা কোরআনের কোন আয়াতে বলা হয়েছে অন্যের ঘরবাড়িতে অগ্নিসঙযোগ কিঙবা লুটপাট করার কথা? যদি তা না হয়- তবে কেনো এই নীরবতা? কিছুদিন আগেও যারা জিহাদি জোশে নানা পন্থায় রোহিঙ্গাদের এদেশে আশ্রয় দেবার বিষয়ে উচ্চকিত ছিলেন তাদের তো কোনো দেখা পাই না, ভুল ছবি-ভুল তথ্য দিয়ে যারা বার্মার ঘটনাকে বাঙলাদেশের আভ্যন্তরীণ বিষয়ের সাথে সঙশ্লিষ্ট করার অপতৎপরতায় লিপ্ত ছিলেন রামুর ঘটনায় তাদের কোনো রা নেই। একেই বলে সভ্যতা!
অন্য দেশের ‘মুসলিম’ আক্রান্তের ঘটনায় মুমিন মুসলমানরা যতোটা সোচ্চার হয়েছিলেন, নিজের দেশের ‘মানুষ’ আক্রান্তের ঘটনায় তাদের এই বিভৎস নীরবতা সত্যিই সন্দেহজনক। যারা শুধু ‘মুসলমান’ চেনেন কিন্তু ‘মানুষ’ চেনেন না- তাদের আসলে রিটায়ার্ড করার টাইম চলে আসছে।
রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে তৎকালীন সময়েই নানা জনে নানা জিহাদি বক্তব্য দিয়েছে, রামুতে বৌদ্ধ বসতি আক্রান্ত হবার ঘটনায় তাদের প্রচ্ছন্ন মদদ থাকাটা অস্বাভাবিক নয়। অস্বাভাবিক যে নয় তার দুটো কারণের একটি হলো- ওইসব জিহাদি স্ট্যাটাসধারীদের নীরবতা, আর অন্যটি হলো- রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ ঠেকিয়ে সরকার ‘একটি বিশেষ গোষ্ঠী’র কূটচালের বাড়া ভাতে ছাই ছুড়ে দিলো। রোহিঙ্গাদের ব্যবহার করে ‘একটি বিশেষ গোষ্ঠী’ সারাদেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ায়, মধ্যপ্রাচ্যে বাঙালি শ্রমিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবঙ সবশেষে ‘দাড়িপাল্লা’ ভারি করে।
সেই ‘একটি বিশেষ গোষ্ঠী’র নাম জামায়াতে ইসলাম। অনলাইন গণমাধ্যম পুলিশের বরাত দিয়ে জানিয়েছে-
“জামায়াতের লোকজন হামলার জন্য আবার জড়ো হওয়া চেষ্টা করছে।”
অতএব সাধু সাবধান!
 
 

Wednesday, September 26, 2012

ICC T20 World Cup in Sri Lanka ... was it a good choice?

The ICC T20 World Cup has already begun in full swing with the Group stage already over. But what is noticeable is ICC's decision to pick Sri Lanka as the host for this year's T20 World Cup. Was Sri Lanka a good choice? Or, at least at this time of monsoon season.

So far, several matches have been affected by rain. Interestingly, West Indies are through to Super-8 without winning any match. That is because they lost to a lesser margin to Australia than the Irish team. Really? Is that so? Maybe Ireland could've beaten West Indies. Or maybe Windies could have beaten both Australia & Ireland and take on top position in their group. Thus, India would have been playing Windies on Friday than Australia.

Also, the other match that was critically criticized was South Africa vs Sri Lanka. In a rain-affected 7 over per side match, it doesn't make sense to have 11 men playing. Also, a score of 78 in 7 overs does not display how good or weak a team is.

In addition, the Duckworth-Lewis method is not effective for a 20-20 match. It may have been efficient for ODI format of the game, although I personally think otherwise. In effect, D/L method has aided team batting second most to all the time. A new formula or method needs to be adopted for T20 format of cricket to balance the game between two sides. Even ESPN Cricinfo's Siddarth Monga agrees with my point.

Now it's up to ICC to decide how or whether would do it or not.

Wednesday, August 08, 2012

ধর্ম কি বাধ্যগত?

ইসলাম বলি কিংবা হিন্দুধর্মই বলি, খ্রীষ্টধর্ম অথবা বৌদ্ধধর্ম। ধর্ম কি আমাদের জীবন চলার পাথেয় নিয়ম-প্রণালী, নাকি অন্যকিছু? যতটুকু জানি, অনেকেই বলেন ধর্মের উৎপত্তি হলো আমাদের প্রতিনিয়ত জীবন চলাকে সুন্দর ও সুশৃঙ্খল করা। কিন্তু আসলেই কি তাই? একটা একটা করে বলি।

রোজা/উপবাস:
মুসলিমরা সিয়াম সাধনার মাস, রমজানে, তিরিশ দিন যাবত রোজা রাখে। অর্থাৎ ভোর সকালে নামাজের সময় খাবার পরে আবার বিকালে নামাজের সময় খাওয়া হয়। কিন্তু কয়জন মুসলিম আসলে রোজা রাখতে চায়? আর ক'জন বাধ্য হয়ে রোজা রাখে? কেন এমনটি বলছি? কারণ আমার চেনা-জানা কিছু প্রবাসী মুসলিম বন্ধু আছে যারা বড় জোরে রোজা পালন করে। তাছাড়া, যেহেতু পশ্চিমা দেশগুলোতে গ্রীষ্মকালে সূর্য তুলনামূলকভাবে পরে ডুবে, ফলে রোজা ভাঙাও হয় পরে। কেমন করে জানলাম এদের এমন চিন্তাধারা রোজা সম্পর্কে? তাদের ফেইসবুকের স্ট্যাটাসে। যেমন, 'ইসস, কখন যে নামাজ হবে', 'খাবার নিয়ে বসে আছি, আর একটু সময়', 'আজকে ইফতারীতে ফাটায়া দিছি, সাগর রেস্টুরেন্ট থেকে স্পেশাল অর্ডার দিছি'। আমি যতটা জানতাম, রোজা রাখা হয় সংযম পালনের জন্য। যদি সংযমই না আসে, তাহলে তা পালনেরই দরকার কি? এত কষ্ট করে, বাবা-মায়ের কথা রাখার জন্য বাধ্য হয়ে এমন ধর্ম রক্ষা না করে কি না করাটাই উত্তম না?
এবারে আসি হিন্দুদের কথায়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে জীবনে একবার হলেও নাকি উপবাস করতে হয় - বাবা-মার কাছ থেকে এমনই শুনে এসেছি। কিন্তু প্রবাসে দেখি, এতটুকু ছোট ছোট বাচ্চাগুলো (৫-৭ বছরের হবে হয়ত), এদের দিয়ে উপবাস করানো হচ্ছে। আবার এদেরই বাবা-মায়েরা সেইসব মন্দিরগুলোতেই যায় যেগুলোতে অন্যান্য মন্দিরগুলোর আগে অঞ্জলি হবে, ফলে উপবাসও ভাঙা যাবে। এমন উপবাসের দরকারই বা কি? এটিও তো একটি সংযমের প্রথা। সংযমই যদি না হয়, তাহলে এমন বাধ্য-বাধকতামূলক প্রথা পালনেরই প্রয়োজন কি? আর শুধু জন্মাষ্টমীই না, সরস্বতী পূজার ক্ষেত্রেও এমনটি হয়। প্রকৃত শ্রদ্ধা সহকারে যদি উপবাস না করা হয়, তাহলে এর ফলাফলটাই বা কেমন হবে?

হিজাব/ঘোমটা:
মুসলিম মেয়েরা হিজাব পরে যাতে পরপুরুষরা তাদের রূপ/চুল না দেখে - এমনটাই শুনে এসেছি। কিন্তু এটা কি তারা স্বেচ্ছায় করে, নাকি বাধ্য হয়ে? আমার চেনা (প্রবাসের কথাই বলছি) কিছু মুসলিম মেয়ে আছে, যারা হিজাব পরে, কিন্তু আবার প্রকাশ্যে শ্বেতাঙ্গ ছেলেটার সাথে হলওয়ের কোণায় দাঁড়িয়ে প্রেম করে। তাও কি আবার একটি ছেলের সাথেই। ওই মেয়েকেই দেখা যায়, অন্য ছেলের সাথে প্রেম করে। যদি না একটি ছেলের সাথেই সম্পর্ক থাকত, তাহলে একটা কথা ছিল। কিন্তু তা তো নয়। এমন আধুনিক পশ্চিমা চলন-চালন, তাহলে কেন আবার এই হিজাব। যেটি পরার মূল উদ্দেশ্যই হচ্ছে শালীনতা বজায় রাখা একজন নারী/মেয়ে হিসেবে?
হিন্দুদের কথায় আসি। হিন্দু বিবাহিত মহিলারা নাকি ঘোমটা ছাড়া শ্বশুর বা ভাসুরের সামনে আসতে পারে না। এ কেমন কথা? ভাসুর কি সেই মহিলার বড় ভাইয়ের মতো না? শ্বশুর কি নিজের বাবার মতো না? কার্যত, শ্বশুরকে মেয়ের দায়িত্ব দিয়ে দেন কন্যার বাবা বিয়ের সময়। তাহলে, এমন অযুক্তিসংগত নিয়ম-কানুন কেন? এমনকি এদের (ভাসুর, শ্বশুর) নামও বলা যায় না সেই বধুর দ্বারা।

এমন অনেক নিয়মই আছে যা হিন্দু-মুসলিম সমাজে চলে এসেছে বহু বছর ধরে প্রচলিত প্রথা হিসেবে। এগুলোর প্রকৃত ভিত্তি কতটুকু সে বিষয়ে আমার জানা নেই। যদি এগুলো আসলে এসব ধর্মগুলোর ধর্মগ্রন্থেই লেখা থাকে তাহলে বলব, ঈশ্বর/আল্লাহ অন্যায্যকারী। তাঁরই নিয়মে কেন তিনি এমন অযুক্তিসংগত নিয়ম লিখে যাবেন বা বলে যাবেন? আর তা যদি না হয়, তাহলে দাঁড়ায় যে, এগুলো মানুষেরই লেখা। ফলে যারা এগুলো লিখেছে বা প্রথাগুলোর প্রচলন করেছে, তারা একটা বিশাল সংখ্যার মানুষদের দাবিয়ে রাখার জন্যই এমন কাজগুলো করেছেন।

আমি ব্যক্তিগতভাবে মনে করি, এগুলো মানুষেরই তৈরি। আগেকার মানুষরাই এসব প্রথা, নিয়ম-কানুনের প্রচলন করেছিলেন বহু বছর আগে। আমি যদি ধর্ম-কর্ম পালন করি, তাহলে তা আমার নিজে থেকেই তো আসতে লাগবে। আমার ভেতর থেকে না আসলে তো এমন ধর্ম পালনের আর প্রয়োজনই নেই। বাধ্য করে কিছু করালে তার ফল ভালো হয় না। কিংবা এতে প্রকৃত সাফল্য আসে না। সেটা ধর্মচর্চা হোক বা কোন পরীক্ষা/প্রজেক্টই হোক।

Monday, August 06, 2012

Where is patriotism, USA?

For the last few weeks, the world is almost entirely captivated by the Summer Olympics event taking place in London. The gold-silver-bronze medal count & the overall medal count competition is creating interest in the viewers of China and USA. But how much of the US is actually paying attention to Olympics?

NBC is the only channel that is broadcasting some of the game events of Olympics. This is not the first time this is happening. The channel has been doing that for years now. The regular NBC channel that viewers watch without any cable or satellite connection get to watch only few selected games. This selection is solely by NBC. What do these regular viewers get to see? It's volleyball, beach volleyball, swimming, diving, gymnastics, marathon, running, cycling, rowing, equestrian. That's what I have noticed in the morning, afternoon, evening & night time. Since I have not seen the late night events, I cannot say for that. But my guess would be that it does not differ much from these common events.

Why is this limitation in broadcast? Why isn't football being shown, which is considered the most popular sport worldwide? The US women's football team is not even doing bad either. After beating New Zealand in the quarter-final, they have defeated Canada today in a nail-biting semi-final match with a 4-3 goal margin.

Yes, I know NBC does show these sports like football online or MSNBC or NBCSN. But why not in the regular non-cable, non-satellite channel? Since they are the only channel showing these sports, shouldn't they try to vary their broadcast by showing more sports of the Olympics? I know people can access football or other sports online, but why can't the most popular sport worldwide get some broadcast chance, even when the US women are cruising with victories over various nations?

If NBC cannot cover all sports in their regular channel, why wouldn't the other channels, like ABC, FOX, CBS get chance to show the other sports?

Patriotism need to prevail. Even though football is the most popular sport worldwide, it is not so in the US, at least in the east coast. That is because the media doesn't broadcast much of this sport. Covered by American football or baseball or basketball, the most popular sport, football (what the world calls it) gets the name of 'soccer' among Americans.

Please change your attitude, America! Be part of the rest of the world! Give football some chance!

Friday, August 03, 2012

মাহমুদুর রহমানের বিচার চাই

সম্প্রতি দৈনিক 'আমার দেশ' পত্রিকার সম্পাদক একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ভ্রমণ ও অন্যান্য জাতীয় ইস্যু নিয়ে। প্রথম থেকে লেখাটি পড়লে দেখা যায়, উনি প্রধানমন্ত্রীর নানা সিদ্ধান্ত ও জাতীয় সমস্যা নিয়ে দ্বিমত পোষণ করে লেখাটি লেখেন। পড়তে পড়তে শেষ অনুচ্ছেদে এসে থমকে গেলাম।

উনি বলেছেন শেখ হাসিনা নাকি লন্ডনে এক নৈশভোজে বিড়বিড় করে "কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে" গানটি গুনগুনাচ্ছিলেন। সাথে নাকি অন্যান্য কিছু আওয়ামী নেতারাও এমনটি করছিলেন। কিন্তু এরপরে লেখক মন্তব্য করলেন যে, রাধা-কৃষ্ণের প্রেম নাকি "উদ্দাম ও অবৈধ"। কোন ভিত্তিতে উনি এমন মন্তব্য করলেন? উনি কতটুকু জানেন রাধা-কৃষ্ণের প্রেমময় সম্পর্ক সম্বন্ধে? উনার কি এমন অধিকার আছে একটি ধর্মের পূজ্যজনকে নিয়ে এমন মন্তব্য করেন? উনি কি দেশের স্বল্প যে ক'জন সংখ্যালঘু হিন্দু আছেন তাদের ক্ষেপিয়ে দেবার জন্যই এমন মন্তব্য করলেন? উনার মত কতিপয় শিক্ষিত সমাজের বিদ্বান ব্যক্তিরা যদি না জেনে শুনে এমন মন্তব্য করেন, তাহলে দেশে সংবাদপত্রের স্বাধীনতার নামে তো যাচ্ছেতাই সাংবাদিকতা ছড়িয়ে যাবে; তাই নয় কি? নাকি উনি হিন্দুদের উষ্কানী দেবার জন্যই এই লেখা লিখেছেন?

যদিও আমি বেশী জানতাম না, তবুও ওই লেখার মন্তব্যতে গিয়ে কিছু মুসলিমদের থেকেই জানতে পারলাম যে, নবীজী নাকি ৪০ বছর বয়সে ৬ বছর বয়সের আয়েশাকে বিয়ে করেন। তাহলে আজ যদি একজন হিন্দু এই উদাহরণ দেখিয়ে রেষারেষী শুরু করে, তাহলে এর দায় কার উপর বর্তাবে?

আমি আপনাদের মতামত জানতে চাই এ বিষয়ে। ইতিমধ্যে আমি শেখ হাসিনার হটমেইলের ইমেলে এ নিয়ে একটি ইমেল করে দিয়েছি। কিন্তু আপনারা কি মনে করেন? এই লোকের কিরকম শাস্তি প্রয়োজন যাতে অন্য কেউ উনার মতন এমনটি না করে দ্বিতীয়বার?

আরেক দাদা থেকে কিছু তথ্য জানতে পারলাম রাধা-কৃষ্ণ সম্পর্ক সম্বন্ধে। আপনারাও জেনে নিন না জানা থাকলে

Saturday, August 06, 2011

Well...

Well, I don't know how to say this politely. But I think the way Congress and the White House acted in the debt ceiling crisis has shown to the American people that no one (except the rich which is about 1-5% of the entire population) is happy at the current situation. Cutting down student grants (like SMART) is going to affect students in the years to come. Those middle-class family's son will not be able to graduate from college which he had been pursuing since grade school might be over for him. At the end, he would end up in average jobs in the hugely growing population of the US. But that's not it. The picture is even grimmer when we look at the retirement options for the "baby boomers". Thinking about a current 30-year old's retirement plans just shakes me to the ground. What are you trying to achieve from this? Money? Power? Claps from your party? Your lobbyists? Your special-interests? Well guess what, if you Republicans, Democrats continue to fight like this as little kids, it won't be surprising to see both party's demise in the near future and rise of a 3rd. So, just be aware that the these are not the only days for you to enjoy. Days will come for you when you will regret what you've done as competent adults in the Capitol Hill. These enjoyable days from now will haunt you down in those future days. So just remember this.

Monday, December 20, 2010

A History Going Unnoticed..."Khelein Hum Jee Jaan Sey"

Recently a renowned director of Bollywood, Ashutosh Gowarikar, has directed a film "Khelein Hum Jee Jaan Sey". It is a portrayal of Chittagong Uprising of 1930 led by Masterda Surjya Sen and his comrades. The film is based on the novel "Do and Die" written by Manini Chatterjee, who is the daughter-in-law of Kalpana Datta, one of the comrades of Masterda.

I got a chance to watch it last week. After watching it once, I saw it the second time with my family members. Even after watching it twice, I felt that I still needed to watch 100 more times. As a Bengali, it was something that I and my family could relate to. This Bengali connection coming from a Bollywood film is very rare. Even my mother who doesn't like Bollywood films due to explicitness, was keen to keep watching it scene after scene.

Masterda Surjya Sen was one of the earliest revolutionaries of Indian freedom movement against the British, just like Bhagat Singh or Chandrashekhan Azad. Unlike Surjya Sen, those other great heroes are revered in India. Even the actor who played Surjya Sen, Abhishekh Bachchan, did not know about Surjya Sen before doing this film. Another actress, Deepika Padukone, even told in an interview that instead of dedicating a little portion of the history book for Masterda, a whole chapter should be dedicated in his honor.

I myself like many others did not know much about the Chittagong Uprising incident before watching this film. Unlike other historical fiction movies, this film portrays the historical event of 1930 as a true event, rather than twisting much. There might be few twists from the real events, but the overall sequences were same.

I had high expectation about this film before its release. But like Abhishekh's other films, this movie went on to go as a flop. I believe the movie grossed less than 5 crore rupees so far. This is a major fall back not only for Ashutosh Gowarikar's attempt to make more movies on Indian revolution, but a disgrace to a great hero of India's revolutionary movement, Masterda. Already people don't know much about him. If they don't make an attempt to know about him through a film directed by a top-class director, then how would history be able to live in the future generations?

Besides the music of this movie was one of the highlighting part of the film. Sohail Sen, the music director of the film, has done a marvellous job in creating such great music with semi-Bengali touch. Pamela Jain's voice also suited to the overall tone of the film.

If such movies are gone unnoticed by the Indian people around the world, how could the great history of Indian revolution survive in the future? How could people of the future generation remember Khudiram Basu or Surjya Sen? Even the great figure like Netaji Subhash Chandra Bose is withering away from peoples' mind. If this continues, Gandhi, Nehru and other great figures would be totally forgotten within the next 30 to 40 years.

DON'T MAKE IT HAPPEN, INDIA!

Saturday, October 09, 2010

ওহে বাঙালী...স্বভাব কি তোর আদৌ বদলাবে না?

সাম্প্রতিককালে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের মহাসম্মেলনে নানা দেশের রাষ্ট্রনায়কেরা অংশ নেন। তাদের মধ্যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসেন। উনার সাথে সফরে আরো অনেকে আসেন বাংলাদেশ থেকে সফরসঙ্গী হিসেবে।

কিন্তু যেখানে সকল দেশের (উন্নয়নশীল কিংবা উন্নত) রাষ্ট্রপ্রধানেরা অল্প কিছু সংখ্যক সফরসঙ্গী নিয়ে এই মহাসম্মেলনে অংশ নিতে আসেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আনেন প্রায় ২৫০ জনের মত সফরসঙ্গী। শুনেছি সর্বোচ্চ ১০০ থেকে ১৫০ জনের মত সফরসঙ্গী আনা যায়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এত সংখ্যক বেশী সঙ্গী নিয়ে আসাটা কি আমাদের প্রবাসী বাংলাদেশীদের মুখ বেশী উজ্জ্বল করে বিদেশীদের কাছে?

এরপরে স্থাণীয় পত্রিকা মারফত আরো জানতে পারলাম, যেই গ্র্যান্ড হোটেলে এই সফরবাহিনী অবস্থাণ করেন এই মহাসম্মেলনের সময়কালে, সেখান থেকে কিছু তোয়ালে, কফি মগসহ আরো বিদেশী দ্রব্যাদি এরা নিয়ে গেছেন বাংলাদেশে ফেরত যাবার সময়। ফলে সেই হোটেলে কর্মরত বাংলাদেশীদের মাথা তো হেঁট হয়েছেই, উপরন্তু বাংলাদেশীদের ইমেজ বিদেশীদের কাছে আরো হীন হয়েছে।

শুনতে পেরেছি যেখানে অন্যান্য দেশের এই সফরবাহিনী চেষ্টা করে যতটা সম্ভব অল্প সংখ্যক লোকজন নিয়ে আসতে যাতে করে রাষ্ট্রের করভান্ডার থেকে বেশী খরচ করতে না হয় এই সফর নিয়ে, সেখানে বাংলাদেশের মতো গরীব দেশের এহেন সফরে এমনতর খরচ কতটা যুক্তিযুক্ত? তার উপরে আবার এমন ৫-স্টার হোটেল থেকে বিদায়কালে দামী পণ্যাদি চুরির মত কর্ম প্রবাসীদের মুখ কতখানি নিচু করে বিদেশীদের কাছে তা কি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানেরা একটিবারের জন্যও চিন্তা করে দেখেন?

Saturday, July 03, 2010

বিদায় ব্রাজিল-আর্জেন্টিনা

প্রজন্ম ফোরাম তথা বাংলাদেশের বেশীরভাগ মানুষই সমর্থন করছিল ব্রাজিল নাহয় আর্জেন্টিনাকে এই ২০১০ ফিফা বিশ্বকাপে। কিন্তু কি হলো! কোয়ার্টার ফাইনালে দুই দলই শেষ। এই দুই দলের সমর্থন এতটাই বেশী যে ছাদে ছাদে পতাকা উড়ছে/উড়েছে এই দুই দলের গত কয়েক সপ্তাহ জুড়ে। কিছু বাংলাদেশীরা এই দুই দলের এতটাই অন্ধ ভক্ত যে নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া-ঝাটিতে লেগে পড়ছে দুই দল নিয়ে। কে সেরা, কে ভুয়া...ইত্যাদি। গত বিশ্বকাপেও এমনটিই হয়েছিল এই দুই দলের। এতকিছুর পড়েও যদি এইসব বাংলাদেশীরা অন্ধ সমর্থন বন্ধ না করে তাহলে ২০১৪-তেও এর ব্যতীত অন্য কিছু হবার সম্ভাবনা দেখছি না। অতিরিক্ত গর্ববোধ, অতিরিক্ত আত্মবিশ্বাস, সবকিছুই অতিমাত্রায় বেশী করলে ফলাফল বেশী ভালো হয় না।

পরিশেষে শুধু এতটুকুই বলব, গত বিশ্বকাপেও সমর্থন করেছি জার্মানীকে, ২০০২ সালেও ওদেরকেই (মূলত অলিভার কানের গোলকিপিং এর কারণে)। আর এই বিশ্বকাপেও মিরোস্লাভ, পোডোলস্কী, থমাস মুলার এরা জার্মান সমর্থনদের নিরাশ করছে না। তবে জার্মানদের যতই সমর্থন করি না কেন অন্ধ ভক্ত হিসেবে তাদের খেলা দেখি না।

ফাইনাল আশা করছি জার্মানী-নেদারল্যান্ড খেলুক। এই দুই দল চ্যাম্পিয়নের মতো খেলে এসেছে পুরো বিশ্বকাপ। নেদারল্যান্ডের ২৪টা টানা বিজয়, জার্মানীর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আর্জেন্টিনার বিরুদ্ধে ৪টা করে গোল...সত্যিই এরা চ্যাম্পিয়নের মতোই খেলছে। এর মধ্যে যে কেউ জিতলে এতটুকুও মন খারাপ হবে না। কারণ তাহলে সত্যিকারের বিজয়ী জিতবে।

[আমার উপরের কথায় কেউ মনে কষ্ট পাবেন না। আসলে অতিমাত্রায় যে কোনোকিছুই শুভকর নয় তাহাই আপনাদেরকে উপরওয়ালা বুঝিয়ে দিয়েছেন (ব্রাজিল-আর্জেন্টিনা দু'দলকেই) পরপর দুই দিনে দুই হট ফেভারিটকে আউট করে দিয়ে।]

Tuesday, May 18, 2010

অভ্র: এক নন-টেকির ভাবনা

ওয়েবে বা কম্পিউটারে বাংলা লেখা শুরু করি প্রায় ২০০৭ এর শেষের দিক থেকে। প্রজন্ম ফোরাম থেকে শুরু হয় অনলাইন বাংলা কমিউনিটির সাথে পরিচয়। এরপর রঙমহল, প্রথম আলো ব্লগ, সামহোয়্যারইন ব্লগ, আমারব্লগ - এইসবগুলিতেই মোটামুটি লেখালেখি করি মাঝে-মধ্যে। ভার্সিটির চাপে সেমিস্টার চলাকালীন সময়ে লেখার সুযোগ না পেলেও সেমিস্টার শেষ হলে আসি এই ব্লগিং-ফোরামিং দুনিয়ায়। বাংলাদেশ থেকে আমেরিকা এসেছি প্রায় ৭-৮ বছরের মতো হল। মাত্র সপ্তম-অষ্টম শ্রেণী পর্যন্ত সেন্ট গ্রেগরীতে পড়ে আসলে যতটুকু জ্ঞান হয় ততটুকুই হয়েছে আমার বাংলা সম্পর্কে।

বিদেশে এসে বাংলা চর্চা করার খুব প্রয়োজন বোধ করি যখন থেকে দেখতে থাকি এখানে বাঙালী বাবা-মায়েরা তাদের সন্তান যদি আমেরিকান হিসেবে গড়ে ওঠে তাতে বেশী তৃপ্ত হয়। বাংলা পড়াটা মোটামুটি চালিয়ে যেতাম বাবার জন্য এখানকার স্থাণীয় পত্রিকা আনলে সেটা পড়ে। লেখার জন্য মাধ্যম হয়ে ওঠে অভ্র

যেদিন থেকে অভ্র ব্যবহার শুরু করেছি, সেদিন থেকেই এটার খুব ভক্ত হয়ে উঠেছি। বাংলা লেখা যে এতো সহজেই কম্পিউটারে সম্ভব তা আমার জানা ছিল না (যেহেতু একজন নন-টেকি মানুষ)। অভ্র'র নির্মাতা, ও অমিক্রনল্যাবের সকলকে এই সফটওয়্যারটা তৈরির জন্য বিশাল ধন্যবাদ সবসময়ই দেই যখন অভ্র ব্যবহার করি।

শুধু একটা ছোট উদাহরণ দেই কিভাবে অভ্র এখানকার কিছু মানুষের/কমিউনিটির উপকার করেছে। আমার পরিচিত এখানকার এক বাঙালী প্রফেস্যার আংকেল আছেন। উনি বাংলা লেখালেখি করেন। দু-তিন বছর আগেও উনি নাকি বিজয় ব্যবহার করতেন। কিন্তু অভ্রের সাথে পরিচিত হওয়ার পর থেকে (আমি বলার আগেই উনি অভ্র সম্পর্কে জানতে পারেন ও এটি ব্যবহার শুরু করেন) উনি এখন বিজয় দিয়ে লেখা লিখতে যে সময় লাগত তার চেয়ে অনেক গুণ কম সময়ে লিখতে পারেন অভ্র দিয়ে। উনি বলেন, লেআউটটা সত্যিই সহজ।

আরেকটা উদাহরণ দেই। গত বছর এখানকার এক মন্দির কমিউনিটির বার্ষিক ম্যাগাজিন যেটি দুর্গাপূজায় বের হয়ে থাকে সেটি কম্পিউটারে কম্পোজের দায়িত্ব দেয়া হয় আমাকে। পুরো ম্যাগাজিনটা নাকি এক ব্যক্তি আগে বিজয় দিয়ে করতেন। কিন্তু আমাকে দেবার পরে ৪-৫ দিনের মধ্যে পুরো জিনিসটা শেষ করার পরে উনারাও অবাক। উনারাও উপকৃত হন ও অভ্র সম্পর্কে ধারণা হয় তাদের মাঝেও। (সম্ভবত এ বছরও দায়িত্ব পড়তে পারে!)

বিজয় সম্পর্কে জানতে পারি এই ফোরামিং-ব্লগিং দুনিয়া থেকেই। সাথে আরো জানতে পারি এর পেছনের মোস্তফা জব্বার সম্পর্কে, উনার অবদান (!) বাংলা ভাষার প্রসারে।

আমি খুব বেশী দ্রুত টাইপিস্ট নই। ইংরেজীতে যদিও মোটামুটি, কিন্তু বাংলাতে ততটা না যেটাকে দ্রুত টাইপিস্ট বলা যায়। কিন্তু এই অভ্র ব্যবহারের মাধ্যমে বাংলা লেখা শুধু সহজই না, বলতে গেলে ফাস্ট আমার ক্ষেত্রে। আমার মতে, এ শুধুমাত্র সম্ভব হয়েছে অভ্র ব্যবহারের মাধ্যমে। যেমনভাবে বলছি, ঠিক তেমনভাবেই লিখছি। অনেকে বলবেন, যার যেটাতে হাত বসে গেছে। কিন্তু আমি শুধু এটুকুই বলব, যার যেটাতেই হাত বসুক না কেন, একজন নতুন ব্যক্তি বাংলা লিখতে যদি অভ্র ব্যবহার শুরু করেন, তাহলে তার অন্যান্য যেকোনো সফটওয়্যারগুলোর চেয়ে সবচেয়ে কম সময় লাগবে বাংলা লেখা শিখতে। অন্তত একজন নন-টেকি হিসেবে এটাই অভিজ্ঞতা হয়েছে আমার অভ্র ব্যবহার করে।

পরিশেষে আবারও ধন্যবাদ জানাতে চাই অমিক্রনল্যাবকে ও মেহদী হাসান ভাইকে অভ্রের মতো এমন একটি সফটওয়্যার তৈরির জন্য। বর্তমান অভ্র-বিজয় যুদ্ধে উনার ও উনার অভ্রের বিজয় (জব্বারের 'বিজয়' না) আশা করছি।