Showing posts with label West Bengal. Show all posts
Showing posts with label West Bengal. Show all posts

Saturday, February 21, 2015

আমি বাঙালী হয়ে গর্বিত ...



বাংলাকে ষষ্ঠতম বহুল প্রচলিত ভাষা হিসেবে দেখে বাঙালী হিসেবে গর্ববোধ করছি


[সংগৃহীত]

Monday, July 14, 2014

মমতা দিদি একটু দেখুন


খবরে প্রকাশ পাহাড় হাসছে।
খবরে প্রকাশ রাজ্যের উন্নতির ৯৯% কাজ সম্পূর্ণ।
আবার অন্যদিকে খবরে প্রকাশ জলপাইগুড়িতে বন্ধ চা বাগানে,কর্মহীন একের পর শ্রমিকের অনাহারে অপুষ্টিতে মৃত্যু।
জিতবাহন মুণ্ডা নামে এক শ্রমিকের কাল মৃত্যু হয়, ২২ জুন থেকে ২৬ জুনের মধ্যে যে ৫ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিন জন শ্রমিকের নাম সেলিনা তিরকি (৬০), তেতরি বড়াইক (৩৫) এবং বাসু ওঁরাও (৫২)। ।
এই তথাকথিত উন্নয়নের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গে এইসব মৃত্যুগুলো প্রমান করে,কোলকাতায় বসে একের পর এক উন্নয়নের ঢাক পেটানো তৃনমূল সরকার আসলে করেছে টা কি!
বাংলার মানুষ না খেতে পেয়ে মরবে,আর ওনারা শাহরুখ খানের প্রাইভেট টিম জিতলে,টাকা খরচ করে সম্বর্ধনা দেবেন।
লজ্জা পাওয়া উচিত আপনাদের।


(সংগৃহীত