Showing posts with label country. Show all posts
Showing posts with label country. Show all posts

Friday, June 20, 2014

শ্রী রাম চন্দ্র গল্প নয়, এক ঐতিহাসিক সত্য


মহর্ষী বাল্মীকি ভবিষ্যত প্রজন্ম যাতে নৈতিকতা এবং ন্যায় এর পথ অনুসরণ করতে পারে সেজন্য ঐতিহাসিক মহাকাব্য রামায়ণ লিখেন।
এতে তিনি রঘু বংশের শ্রেষ্ঠ প্রতীক শ্রী রামচন্দ্রের জীবনী এবং তার পূর্বপুরুষ দের পরিচয় তুলে ধরেন।
পরবর্তীতে মহাকবি কালিদাস রঘুবংশম লেখেন যাতে পুরো রঘু বংশের পরিক্রমা বর্ণিত ছিল, যারা শ্রীরাম এর পরে রাজত্ব করেছিলেন। এখন যুক্তি হল যদি রাম একটি পৌরাণিক চরিত্র ই হয়ে থাকে, তাহলে কিভাবে বাল্মীকি শ্রীরাম এর forefathers ইতিহাস প্রদান করলেন?আর কিভাবেই বা কালিদাস শ্রীরাম এর পরবর্তী প্রজন্মের অনুক্রম বললেন?

Thursday, June 12, 2014

ব্রাজিল-আর্জেন্টিনায় ভরে গেলো বাংলাদেশ

বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যত না লাল সবুজের পতাকা বিক্রি করতে পারে আবদুল, বিশ্বকাপে তার চেয়ে বেশী বিদেশী পতকা সে বিক্রি করছে। অনেকে বলে থাকেন বাংলাদেশ বিশ্বকাপ খেললে সবাই বাংলাদেশের পতাকা কিনতো। আবদুল এটার সাথে একমত না। ক্রিকেটের সময় কত ছেলে পেলে দেশের পতাকা রেখে বাইরের দেশের টা কেনে। বিদেশপ্রীতি ইংরেজ রা আমাদের রক্তে ঢুকিয়ে গেছে।

ডাক্তার ভালো। কেন? কারন বিদেশের ডিগ্রি আছে। ইঞ্জিনিয়ার টা ভালো। কেন? বিদেশে অনেক বাড়ির ডিজাইন করছে। বাইরের দেশের হাসপাতাল ভালো। কেন? কারন ঐ টা বিদেশে। কুকুর টা সুন্দর। কেন? কারন বিদেশী। পাত্র খুবই ভালো। কেন? কারন বিদেশে থাকে। মেয়ে টা খুবই সুন্দর। কেন? বিদেশী সাদা চামড়ার মত। সিগারেট টা স্মুদ। কেন? বড়ভাই এক কার্টন বিদেশ থেকে পাঠাইছে। অমুক প্রেসিডেন্ট খুব দয়ালু। কেন? বিদেশী প্রেসিডেন্ট তাই। ছেলে একেবারে অন্যরকম। কেন? পুরা ইংরেজ দের মত টকটকে লাল। বিশ্বকাপের পতাকা গুলাও সুন্দর। কেন? কারন দেশী পতাকা না।

পতাকা বিক্রেতা আবদুল বিদেশী পতাকা গুলো সাথে কিছু লাল সবুজের পতাকাও নিয়ে বের হয়। গত স্বাধীনতা দিবসে অনেক গুলা বিক্রি হয় নি। কয়েকটা লাল সবুজের পতাকা কিনে উড়ানো যাক। তার নীচে নাহয় থাকুক পছন্দের দলের পতকা টি। দরিদ্র হোক, খেলাধুলায় চৌকস না হোক, আমাদের দেশ তো। উপরেই নাহয় থাকুক। আবদুল রা আশে পাশেই আছে।


(সূত্র