Showing posts with label marriage. Show all posts
Showing posts with label marriage. Show all posts

Tuesday, August 04, 2015

'বিয়ে বহির্ভূত যৌনসঙ্গম' ভূমিকম্পের কারণ

পাগলে কি না বলে, ছাগলে কি না খায় ......

নারী 'উপযুক্ত' পোশাক পরিধান না করে 'পুরুষদের বিয়ে বহির্ভূত যৌনসঙ্গমে আকৃষ্ট করায়' ভূমিকম্পের পরিমাণ বেশি হচ্ছে বলে দাবি করেছেন ইরানের মুসলিম ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাজেম সেডিঘি। তেহরানে নামাজের মোনাজাতের সময় আয়াতুল্লাহ কাজেম এ বক্তব্য দেন বলে স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
ইরানের এ ধর্মীয় নেতা মনে করেন, ঐতিহ্যগত ইরানি পোশাক না পরে এসব নারী 'আধুনিক' পোশাক পরে এবং মেকআপ ব্যবহার করে দেশকে 'গোল্লায়' নিয়ে যাচ্ছে। এর ফলে দেশে ভূমিকম্পের মতো 'দুর্যোগ' সৃষ্টি হচ্ছে।
কাজেম আরও মনে করেন, মানুষের পাপের ফলে দুর্যোগ সৃষ্টি হয়। ইসলামের রীতিনীতি 'না মানা ব্যতিত' এসব দুর্যোগ থেকে বাঁচার উপায় নেই।
উল্লেখ্য, গত তিন দশক ধরে ইরানে নারীদের ইসলামি পোশাক পরা বাধ্যতামূলক। যেকোনও ধর্মের নারীর চুল ও শরীর ঢেকে রাখতে হয়। যারা এ নিয়ম পালন করে না তাদের শাস্তির মুখোমুখি হতে হয়। তবুও ইরানের বিভিন্ন নগরে নারীদের আধুনিক পোশাক পরতে দেখা যায়। এমনকি অনেক নারী মুখে মেকআপও করেন।
ইরানে নিয়মিত ভূমিকম্প হয়। বেশ কয়েকটি ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে অনেক প্রাণহানি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী ভূমিকম্প হলে হাজারো মানুষের মৃত্যু হতে পারে। তেহরান প্রদেশে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের বাস। এর মধ্যে প্রায় ৮০ লাখ শহরে বাস করে।

Source

Sunday, November 16, 2014

লাভ জিহাদ বাদই দিলাম......এটা তবে কি?

সম্প্রতি প্রখ্যাত নজরুলগীতির শিল্পী ফিরোজা বেগম মারা গেছেন। উনার মৃত্যুতে কুলখানীর আমন্ত্রণপত্রে উনার বাবা-মা'র নাম ঠিকই উল্লেখ আছে, কিন্তু স্বামীর নাম একদমই নেই। স্বামী কি হিন্দু বলে? সাধারণত আমাদের বাঙালী সমাজের বিবাহিত মহিলারা বিয়ের পরে স্বামীর নাম নিয়েই চলেন। এক্ষেত্রে এমন ব্যতিক্রম করার কারণ কি? মুসলিম মহিলারা হিন্দু পতির প্রতি আকৃষ্ট হবেন তা থামানোর জন্যে? এমনকি বিয়ের পরও ইনি মুসলিম রীতি-নীতিই পালন করেছেন। সন্তানাদিরাও মুসলিম নামই ধরে রেখেছেন। পিতার পারিবারিক নাম কেউই বহন করেননি। তুলনা করুন একটা হিন্দু মেয়ে-মুসলিম ছেলের বিয়ের পরবর্তী অবস্থা!