Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Saturday, September 13, 2014

হ্যাঁ কোন মুসলমানকে ভালবাসতে হলে আপনাকেও মানুষ হওয়া থেকে শত হাত দূরে থাকতে হবে

একদিন আমি হিন্দু ছিলাম,
সেদিন সুফিয়া সুন্দরীকে প্রেমপত্র দিয়েছিলাম
সে প্রত্যাখ্যান করেছিল।
অতঃপর বেশ ক'বছর পর আমি নাস্তিক হয়ে গেলাম
সেদিন আমি হিরন বেগমকে প্রেমপত্র দিলাম
সেও প্রত্যাখ্যান করেছে।
আমি হিন্দু ছিলাম বলে সুফিয়া সুন্দরী আমাকে
চিরজীবনের জন্যে ভালোবাসতে রাজি হয়নি।
আমি নাস্তিক ছিলাম বলে হিরন বেগমও আমাকে
চিরজীবনের জন্যে ভালোবাসতে রাজি হয়নি।
আজ আমি মানুষ হয়ে এসেছি
তবুও কোন মুসলমান মেয়ে আমাকে
ভালোবাসতে রাজি হয়না।
তারা চায় আমি মুসলমান হয়েই জন্মালে বোধয় ভালো হত,
নয়তো মুসলমান হয়ে তাদেরকে আমার
ভালোবাসতে হবে।
আসলে কি তারা আমাকে কখনো ভালোবেসেছিলো ?
নাকি তারা ধর্মকেই ভালোবেসেছিলো ?
তারা আসলে মানুষকে ভালোবাসতে চায়নি
মুসলমানকে ভালোবাসতে চেয়েছে...
- মানুষকে কেউ ভালোবাসে না, ভালোবাসে ধর্মকে
- চার্বাক শুভ্র : শুভ্রস্বর (শুদ্র মুখে রুদ্র বচন)

(Source)