Showing posts with label serial. Show all posts
Showing posts with label serial. Show all posts

Saturday, June 14, 2014

ঈশ্বরের অংশ আমরা সবাই

সকাল নয়টা, রুম থেকে বের হয়ে যাব প্রাইভেটের উদ্দেশে, জুতো পরছি। তখনি পাশের বাসার দু'জন মহিলার কন্ঠ ভেসে এলো কানে। দু'জনই হিন্দু নন, তাদের কাছ থেকে এটা আশা করিনি। একজন আরেকজনকে বলছে, "আপা কাল মহাভারত দেখেছেন?" ওপাশ থেকে উত্তর এলো সম্মতিসূচক। তারা দু'জনই সাম্প্রতিক পর্বগুলো নিয়ে আলোচনা করতে লাগলো। একরাশ আনন্দ-অনুভূতি নিয়ে পা বাড়ালাম প্রাইভেটের দিকে। বাংলাদেশের প্রতিটা ঘরেই চলছে স্টার প্লাস, মহাভারত। সারাটাদিনই ভাবলাম, এটা হয়তো প্রতিটা সিরিয়ালের মতোই মনে করে দেখছে, আবার ভাবলাম স্টার জলসা, জিটিভি রেখে স্টার প্লাসে মহাভারত দেখাটা ব্যতিক্রম।

পরিশেষে আমার মন্তব্য: কৃষ্ণ শুধু ১০০ কোটি মানুষের ভগবান নয়, ৭০০ কোটি মানুষেরই ভগবান… যারা ভুলপথে আছেন তারা এতোগুলো শরীর নিয়ে কোন না কোন জন্মে কৃষ্ণের শরণাগত হয়, তখনই এদের উপর কৃষ্ণের কৃপা বর্ষিত হয়।

হরে কৃষ্ণ।

(লেখক - শুভ্র দেব)