Showing posts with label world. Show all posts
Showing posts with label world. Show all posts

Saturday, November 21, 2015

If it's true, I support Mr. Putin in this cause


Although for the last few days, this quote has been going viral on Facebook after a reporter tweeted it on her Twitter. The credibility of this exact saying from Mr. Putin is questionable, but if it is true, I am completely supportive of his motive on this instance. Let's send the martyr wannabes to their God!

[collected]

Thursday, September 11, 2014

গৌতম বুদ্ধ বনাম যীশুখৃষ্ট


পাশ্চাত্যে স্বামী বিবেকানন্দকে একজন বলেছিলেন যে, তিনি তথাগত বুদ্ধের জীবনী খুব ভালবাসেন, কিন্তু বুদ্ধের মৃত্যুটি তাঁর পছন্দ নয়। খৃস্টের সাথে তুলনা করে তিনি বলেন, 'আমাদের যীশুর মৃত্যুটি কেমন মহিমান্বিত! কত অত্যাচার সহ্য করে তিনি মৃত্যুবরণ করেছেন মানুষের মুক্তির জন্যে। তুলনায় বুদ্ধের মৃত্যুটি খুব সাদামাটা, ম্যাড়ম্যাড়ে।' স্বামীজি উত্তর দিলেন, 'এখানেই তোমাদের সাথে হিন্দুদের পার্থক্য। ভারতে ধর্মক্ষেত্রে কেউ বিপরীত কিছু বললেই অমনি ঢাল তলোয়ার বেরিয়ে আসেনা। ভারতে ধর্মক্ষেত্রে পূর্ণস্বাধীনতা বর্তমান।

প্রাচীনকালে চার্বাকরা মন্দিরের দ্বারদেশে এসে সনাতন ধর্ম ও বেদের নিন্দা করেছে কিন্তু কেউ জোর করে তাদের কণ্ঠরোধ করেনি। বুদ্ধদেব বেদকে অস্বীকার করে প্রায় অর্ধেক ভারতকে নিজের ধর্মে আনতে সমর্থ হয়েছিলেন কিন্তু তাকে খৃষ্টের মতো ক্রুশবিদ্ধ হতে হয়নি। যেখানে স্বাধীনতা নেই সেখানে অগ্রগতির পথ রুদ্ধ হয়ে যায়। ভারতে ধর্মক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছিল বলেই ধর্মক্ষেত্রে ভারতের প্রভুত উন্নতি সম্ভব হয়েছে।'


(সংগৃহীত

Sunday, July 13, 2014

The other side of FIFA World Cup

Now that the 2014 FIFA World Cup in Brazil has come to an end with Germany winning the title by beating Argentina, let's look at football world cup with a different perspective (a video before the world cup began) from the one we may not know about:



(Source)

Thursday, June 12, 2014

ব্রাজিল-আর্জেন্টিনায় ভরে গেলো বাংলাদেশ

বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যত না লাল সবুজের পতাকা বিক্রি করতে পারে আবদুল, বিশ্বকাপে তার চেয়ে বেশী বিদেশী পতকা সে বিক্রি করছে। অনেকে বলে থাকেন বাংলাদেশ বিশ্বকাপ খেললে সবাই বাংলাদেশের পতাকা কিনতো। আবদুল এটার সাথে একমত না। ক্রিকেটের সময় কত ছেলে পেলে দেশের পতাকা রেখে বাইরের দেশের টা কেনে। বিদেশপ্রীতি ইংরেজ রা আমাদের রক্তে ঢুকিয়ে গেছে।

ডাক্তার ভালো। কেন? কারন বিদেশের ডিগ্রি আছে। ইঞ্জিনিয়ার টা ভালো। কেন? বিদেশে অনেক বাড়ির ডিজাইন করছে। বাইরের দেশের হাসপাতাল ভালো। কেন? কারন ঐ টা বিদেশে। কুকুর টা সুন্দর। কেন? কারন বিদেশী। পাত্র খুবই ভালো। কেন? কারন বিদেশে থাকে। মেয়ে টা খুবই সুন্দর। কেন? বিদেশী সাদা চামড়ার মত। সিগারেট টা স্মুদ। কেন? বড়ভাই এক কার্টন বিদেশ থেকে পাঠাইছে। অমুক প্রেসিডেন্ট খুব দয়ালু। কেন? বিদেশী প্রেসিডেন্ট তাই। ছেলে একেবারে অন্যরকম। কেন? পুরা ইংরেজ দের মত টকটকে লাল। বিশ্বকাপের পতাকা গুলাও সুন্দর। কেন? কারন দেশী পতাকা না।

পতাকা বিক্রেতা আবদুল বিদেশী পতাকা গুলো সাথে কিছু লাল সবুজের পতাকাও নিয়ে বের হয়। গত স্বাধীনতা দিবসে অনেক গুলা বিক্রি হয় নি। কয়েকটা লাল সবুজের পতাকা কিনে উড়ানো যাক। তার নীচে নাহয় থাকুক পছন্দের দলের পতকা টি। দরিদ্র হোক, খেলাধুলায় চৌকস না হোক, আমাদের দেশ তো। উপরেই নাহয় থাকুক। আবদুল রা আশে পাশেই আছে।


(সূত্র